সময় কলকাতা ডেস্ক: ১৯ জুনঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় বুধবার তলব করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণা সেনগুপ্ত হাজিরা দেবেন কিনা তা নিয়ে এদিন সকাল থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে ইডির তলবে সাড়া দিয়ে রেশন দুর্নীতি মামলায় শেষমেশ হাতে বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে ‘অযোগ্য’ সিনেমার প্রচার, শুটিংয়ের কাজ সামলেই বুধবার দুপুর ১ টা নাগাদ হন অভিনেত্রী। গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দফতরে প্রবেশ করেন ঋতুপর্ণা। সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরক্ষককে পাঠিয়ে দেন ঋতুপর্ণা। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি হাজিরা দেন।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত মাসেই ঋতুপর্ণাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করলেন। ইডির দাবি, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল টাকার লেনদেন হয়েছে। ইডি সূত্রের খবর, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা নিয়ে প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকরা। তাঁর প্রযোজনা সংস্থার আয় ও আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে। ওই সংস্থার মাধ্যমে কী কী ছবি, রিয়্যালিটি শো, টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। অভিনেত্রীকে তাঁর আয় সংক্রান্ত ব্যায়পারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, রেশন দুর্নীতির অভিযুক্তর সঙ্গে অভিনেত্রীর ব্যােঙ্ক লেনদেনের প্রমাণ মিলেছে, তা তিনি কোন কোন খাতে বা কী কী কারণে ওই ব্যাক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, তা জানার জন্যী ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন।
উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ইডি তলব করেছিল অভিনেত্রীকে। এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। সেই মামলার পাঁচ বছর পর এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
More Stories
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার