স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুলাই: স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস । রবিবার বার্লিনে কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দিল তুরস্ককে। খেলার ফল কমলা বাহিনীর পক্ষে ২-১। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ডাচ শিবিরের। শেষ চারে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের।
২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে সকলকে চমকে দিয়েছিল তুরস্ক। তাদের সামনে আবারও কোনও বড় প্রতিযোগিতার সেমিফাইনাল খেলার সুযোগ ছিল। নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিতে পারলে তাদের সামনে সেই সুযোগ চলে আসত। কিন্তু তারা পারল না।
এবারের প্রতিযোগিতায় শুরু থেকেই নজরকাড়া ফুটবল উপহার দিয়েছে তুরস্ক। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়েছে ভিনসেঞ্জো মন্টেলার ছেলেরা। ডাচদের বিরুদ্ধেও নিজেদের স্বাভাবিক ফুটবল দর্শন থেকে সরে আসেনি তারা। বলের দখল নেদারল্যান্ডসের পায়ে বেশি থাকলেও সুযোগ পেলেই আক্রমণে উঠছিলেন বরিস ইলমাজ, হাকান চালহানোগ্লুরা। আর আলাদা করে নজর ছিল রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার আদ্রা গুলারের উপর। নিরাশ করেননি তুরস্কের ১৯ বছরের এই ফুটবলারটি। ৩৫ মিনিটের মাথায় তার বাড়ানো নিখুঁত ক্রস থেকে গোল করে তুরস্ককে এগিয়ে দিয়েছিলেন সামেত আকায়দিন। কিছুই করার ছিল না ডাচ গোলরক্ষকের। গোল শোধের সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস । কিন্তু ডিপেই, গাকপোরা গোলের খাতা খুলতে পারলেন না। প্রথমার্ধের শেষে ০-১ গোলে পিছিয়ে ছিল ডাচরা।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরে মুখ থুবড়ে পড়ল ভারত
আরও পড়ুন: UEFA Euro Cup 2024 : টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণে উঠছিল। উওট উইঘর্স্টের সাজিয়ে দেওয়া বলে গোল করতে পারেননি ডিপেই। গুলারের শট পোস্টে লেগে না ফিরলে বিপদ বাড়তে পারত ডাচদের। এগিয়ে থেকেও নিজেদের রক্ষণের খোলসে বেধে রাখেনি তুরস্ক। তারাও চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে নিতে। কিন্তু ছয় মিনিটের কমলা ঝড় তারা সামাল দিতে পারেনি। ৭০ মিনিটে ডিপেইয়ের বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান স্টিফেন ডি ভ্রেই। তার ছয় মিনিটের মধ্যে আবার গোল পেয়ে যায় ডাচ শিবির। এবার গোলদাতা কোডি গাকপো। তবে দুটি গোলের ক্ষেত্রেই দায়ী করা যায় তুরস্কের রক্ষণভাগকে। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি তুরস্ক। কিন্তু ডাচদের জমাট রক্ষণ আর ভেদ করতে পারেনি তারা।
More Stories
২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!
কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট
সন্তোষ জয়ী ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা