সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাইঃ বহুদিন ধরেই বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাতের আবহেই এবার বাংলার উপাচার্য নিয়োগ কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি উদয়উমেশ ললিত এই কমিটির প্রধান। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক সাব কমিটি গড়বেন প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিত। প্রত্যেক কমিটিতে থাকবেন ৫ জন সদস্য। তাঁদের খরচ বহন করবে রাজ্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নাম জমা পড়বে সুপ্রিম কোর্টে। রাজ্যের বা রাজ্যপালের কোনও আপত্তি থাকলে, তাও শুনবে সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহ পর ফের শুনানি হবে এই মামলার। তার আগে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা করবে রাজ্য।
আরও পড়ুন চোপড়া কাণ্ডে মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্যাতিতার
আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। তিন মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। ইতিমধ্যেই কমিটি বর্ণানুক্রমে তিনজনের প্যানেল সুপারিশ করবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে পছন্দের ক্রমানুযায়ী সাজিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠাবেন। মুখ্যমন্ত্রী চাইলে কোনও নামের পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য থাকলে, সেটি লিখে পাঠাতে পারবেন। কোনও সমস্যা মেটানোর থাকলে সুপ্রিম কোর্টে উত্থাপন করা যাবে। উচ্চশিক্ষা বিভাগ নোডাল বিভাগ হিসাবে কাজ করবে। জানা গিয়েছে, এই কমিটিতে বিভিন্ন বিষয়ের অধ্যাপকদের রাখা হয়েছে। যেমন, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইতিহাস, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। চাইলে আগে যে সব নাম রাজ্যের তরফে প্রস্তাবিত করা হয়েছিল, তাঁদেরকেও চাইলে কোনও বিশ্ববিদ্যালয় এই কমিটিতে যুক্ত করতে পারে। অর্থাৎ, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। কমিটিতে প্রয়োজনে আরও চার বিশেষজ্ঞকেও রাখতে পারেন চেয়ারম্যান।
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। ওই মামলায় সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের অভিযোগ করেছিল রাজ্য সরকার। এরপর একাধিকবার শুনানিতে এই মামলা নিয়ে আলোচনাও হয়। সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে রাজভবনে গিয়ে এই বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও রয়ে গিয়েছে জটিলতা।
More Stories
তাপপ্রবাহের সতর্কতার মাঝেই চলতি সপ্তাহে মরশুমের প্রথম কালবৈশাখীর বার্তা
নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে মেগা বৈঠকে বঙ্গ বিজেপি
ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে আরও কড়া অভিষেক , ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ