পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,১২ জুলাই : Wimbledon women’s singles final 2024 শনিবার উইম্বলডনের মহিলা ফাইনাল। ফাইনালে মুখোমুখি বারবারা বারবোরা ক্রেচিকোভা ও জেসমিন পাওলিনি। পাওলিনি বনাম ক্রেচিকোভা : কে এগিয়ে আছেন?
ইতালির জেসমিন পাওলিনি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। তিনি ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের মতই একই মরশুমে ফরাসি ওপেনের ফাইনালে ওঠার পরে উইম্বলডন ফাইনালে উঠেছেন। শুধু দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলাই নয়, এখন পর্যন্ত ক্রমশ নিজের পারফরম্যান্স আরও ভালো করে তুলছেন তিনি। তাঁর সেমিফাইনালের লড়াই ছিল চোখে পড়ার মত । ডোনা ভেকিচের বিরুদ্ধে একটা সময় পরাজয়ের দোরগোড়ায় ছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়ান তিনি। ২ ঘন্টা ৯ মিনিটের লড়াইয়ে পাওলিনি ২-৬, ৬-৪, ৭-৬ সেটে হারান ভেকিচকে। এক মাস আগেই ফরাসি ওপেনের ফাইনালে রানার্স হয়েছিলেন পাওলিনি। মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেকের কাছে হেরেছিলেন তিনি। এ বার উইম্বলডন জেতার সুযোগ পাওলিনির সামনে। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী বারবোরা ক্রেচিকোভা সেমিফাইনালে চতুর্থ বাছাই এলিনা রিবাকিনাকে তিন সেটের লড়াইয়ে হারান। সেখানেও লড়াই তীব্র হয়েছে। পিছিয়ে পড়েও অঘটন ঘটিয়েছেন ক্রেচিকোভা। অর্থাৎ, এ বার নতুন মহিলা চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। তবে পাওলিনি আগে ক্রেচিকোভার বিরুদ্ধে খেলেন নি। দুজনের কাছেই এর সুবিধা ও অসুবিধা দুই-ই রয়েছে।সর্বোপরি, ক্রেচিকোভা কেবল রোলা গারোর প্রাক্তন চ্যাম্পিয়নই নন, তিনি উইম্বলডনে দুটি সহ সাতটি ডাবলস শিরোপাও জিতেছেন। তবে ডবলসে যাই হোক, সিঙ্গলসে ডব্লিউ টি এ (WTA ) ৱ্যাঙ্কিংয়ের দিক থেকে ২৮ বছরের ইতালিয়ান তারকার চেয়ে চেক তারকা ক্রেচিকোভার চেয়ে অনেকটাই এগিয়ে। ক্রেচিকোভার বিশ্ব ৱ্যাঙ্কিং ৩২ যেখানে পাওলিনির ৱ্যাঙ্কিং ৭। আবার একথাও মেনে নিতে হবে যে অভিজ্ঞতা এবং বড় ম্যাচে সাফল্যের নিরিখে পিছিয়ে নেই ক্রেচিকোভা।
পাওলিনি বনাম ক্রেচিকোভা – শনিবার প্রথমবারের মত উইম্বলডন বিজয়ী হওয়ার লড়াইয়ের লক্ষ্য নিয়ে নামা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে বাজিমাত করেন এখন সেটাই দেখার।।
আরও পড়ুন লুডোর গোড়ার কথা, লুডো খেলার শুরু কবে?
Wimbledon women’s singles final 2024
More Stories
হায়দরাবাদের পাঁচ তারা হোটেলে আগুন! ওই হোটেলেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিম
সাফল্য পাবেন অধিনায়ক ধোনি? চেন্নাই-কলকাতা ম্যাচ বাজিমাত করবেন কে?
ম্যাচের আগেই মুম্বই শিবিরে যোগ দিলেন বুমরা