Home » নারদকাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

নারদকাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাইঃ লোকসভা ভোট মিটতেই নারদকাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। আগামী ২৯ জুলাই তাঁকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তলবের নোটিশ পাওয়ার পরই স্যামুয়েল জানিয়েছেন , নির্বাচনের খবর করতে তিনি আমেরিকায় রয়েছেন। আগামী ২৯ জুলাই আমেরিকাতেই থাকবেন। তাই ওই দিন তাঁর পক্ষে সিবিআইয়ের তলবে হাজিরা দেওয়া সম্ভব নয়। দেশে ফেরার পর তিনি হাজিরা দিতে পারেন। জানা গিয়েছে, নারদ কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে। আর সেই সূত্র ধরেই ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

আরও পড়ুন   ‘ মালগাড়ির চালকের কোনও ভুল ছিল না’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকাণ্ডে প্রকাশ্যে এল কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট

এর আগে গত মার্চ মাসে ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে গত ৪ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, ওইদিন শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ জুন নারদ স্টিং অপারেশনে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। কেননা ওই ভিডিওতে রাজ্যের তৎকালীন মন্ত্রী-প্রাক্তন আইপিএস সহ অনেককেই প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছিল। তালিকায় অনেকেই ছিলেন, যাঁরা এখন বিজেপিতে।

আরও পড়ুন   Optical Illusion: ক্ষুরধার দৃষ্টিশক্তি থাকলে ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

এর মধ্যে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। এরপরই ১৯ জুন ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। যার জেরে ২৩ জুন ম্যাথুকে সমন পাঠায় কলকাতা পুলিশ। কিন্তু, গ্রেফতারির আশঙ্কায় ২০১৬ সালের ২৫ জুলাই হাইকোর্টটের দ্বারস্থ হন ম্যাথু। ওই বছরেই অগাস্টের ৫ তরিখ ম্যাথুর বিরুদ্ধে যাবতীয় পুলিশি পদক্ষেপে স্থগিতাদেশ দেয় আদালত। এরপরই ২০১৭ সালের মার্চ মাসে নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।  

#ম্যাথুস্যামুয়েল

#Latestbengalinews

#CBI

#সিবিয়আই 

About Post Author