Home » UEFA Euro Cup 2024: ইউরোর সেরা একাদশে আধিপত্য স্পেনের, ফাইনালে উঠলেও ইংল্যান্ড থেকে জায়গা হল মাত্র একজনের

UEFA Euro Cup 2024: ইউরোর সেরা একাদশে আধিপত্য স্পেনের, ফাইনালে উঠলেও ইংল্যান্ড থেকে জায়গা হল মাত্র একজনের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুলাইঃ  ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের জন্য ইউরো কাপ জিতেছে স্পেন। গত রবিবার বার্লিনে দে লা ফুয়েন্তের দলের হাতে ওঠে ইউরোপ সেরার খেতাব। এবার আরও বড় খবর পেলেন ইয়ামাল, উইলিয়ামসরা। সদ্য শেষ হওয়া প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সেই দলে আধিপত্য রয়েছে স্পেনের ফুটবলারদেরই। ইউরোপজয়ী দলের মোট ছয়জন সদস্য জায়গা করে নিয়েছে দলে। ফাইনালে উঠলেও ইংল্যান্ড দল থেকে মাত্র একজনের নাম রয়েছে তালিকায়।

জার্মানিতে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ইউরোপের মোট ২৪ টি দল অংশ নিয়েছিল। কিন্তু উয়েফা টেকনিকাল পর্যবেক্ষক দলের বাছাই করা একাদশে সুযোগ পেয়েছে মাত্র পাঁচ দলের ফুটবলাররা। তারমধ্যে অধিকাংশ ফুটবলার রয়েছে চ্যাম্পিয়ন স্পেনের । স্পেন ছাড়া সেমিফাইনালে ওঠা ফ্রান্স থেকে দলে রয়েছেন দুই জন। ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও আয়োজক জার্মানির দল থেকে সুযোগ পেয়েছেন একজন করে।

আরও পড়ুনঃ Optical Illusion: ক্ষুরধার দৃষ্টিশক্তি থাকলে ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আরও পড়ুনঃ Jusprit Bumrah : অবিকল বুমরা! চা বাগানের জয়ের মধ্যে ভারতের তারকা ক্রিকেটারের ছাঁয়া দেখছেন জামালদহবাসী

আরও পড়ুনঃ Thomas Muller : আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন জার্মানির বিশ্বজয়ী ফুটবলার

প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলার, সেরা যুব ফুটবলারের খেতাব গিয়েছিল স্পেনের দখলে। সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লা রোজাদের ড্যানি অলমো, প্রতিযোগিতার সেরা ফুটবলার রড্রি ও যুব ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন স্পেনের বিষ্ময় বালক ল্যামিন ইয়ামাল। তিন জনেই সেরা উয়েফার সেরা একাদশে জায়গা পেয়েছেন। ফাইনালে স্পেনের হয়ে ইংল্যান্ডের জালে বল জড়ানো নিকো উইলিয়ামসও রয়েছেন সেরা একাদশে। মিডফিল্ডেও দেখা যাচ্ছে লাল-হলুদ জার্সিধারীদের আধিক্য বেশি। ইংল্যান্ড দল থেকে সাইড ব্যাক কাইল ওয়াকার ছাড়া আর কেউ সুযোগ পাননি। জার্মানি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও সেই দলের জামাল মুসিয়ালা জায়গা পেয়েছেন সেরা একাদশে। 

একনজরে দেখে নেওয়া যাক উয়েফার বাছাই করা সেরা একাদশ…

গোলরক্ষকঃ মাইক মাইনিয়ঁ (ফ্রান্স), রাইট ব্যাকঃ কাইল ওয়াকার (ইংল্যান্ড), সেন্টার ব্যাকঃ ম্যানুয়েল আকাঞ্জী (সুইজারল্যান্ড) ও উইলিয়াম স্যালাইবা (ফ্রান্স), লেফ্ট ব্যাকঃ মার্ক কুকুরেয়া (স্পেন), মিডফিল্ডারঃ রড্রি (স্পেন), ফ্যাবিয়ান রুইজ (স্পেন), ও ড্যানি অলমো (স্পেন), লেফ্ট উইংঃ নিকো উইলিয়ামস (স্পেন), রাইট উইংঃ ল্যামিন ইয়ামাল (স্পেন), ফরোয়ার্ডঃ জামাল মুসিয়ালা (জার্মানি)

 

About Post Author