Home » কুয়েতে আগুনে মৃত্যু চার ভারতীয়র,এসি মেশিনে শর্ট -সার্কিট থেকেই আগুন

কুয়েতে আগুনে মৃত্যু চার ভারতীয়র,এসি মেশিনে শর্ট -সার্কিট থেকেই আগুন

সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাই : কয়েকদিন আগেই কেরালায় দেশে ছুটি কাটিয়ে দুই সন্তানকে নিয়ে কুয়েতে কর্মস্থানে ভারতীয় দম্পতি। শনিবার বাড়ির লোক জানতে পারলেন কুয়েত সিটির আবাসনে রাতে এক আগুনে চারজনই প্রাণ হারিয়েছেন। কুয়েতের সংবাদ সংস্থা, এই মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে জানিয়েছে  কুয়েতে আগুনে মৃত্যু চার ভারতীয়র , যাদের মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে। প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে,শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

আরও পড়ুন বাংলাদেশের অস্থিরতার নেপথ্যে সিআইএ -পেন্টাগন নাকি বিপ্লবী ছাত্র আন্দোলন?

জানা গিয়েছে,  ম্যাথিউস মুলাক্কল ও তাঁর স্ত্রী লিনি আব্রাহাম কেরালার আলাপ্পুজার বাসিন্দা ছিলেন। ম্যাথিউস রয়টার্স নিউজ এজেন্সির কর্মী ছিলেন, তাঁর স্ত্রী ছিলেন কুয়েতের একটি হাসপাতালে নার্স। দুর্ঘটনাটি ঘটার সময় পরিবারের চার সদস্যই বাড়িতে ছিলেন।

প্রাথমিক তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই তাঁদের তিন তলার ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। কুয়েত সিটির আব্বাসিয়া এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। কেন তাঁরা দ্রুত তাদের ফ্ল্যাট থেকে বেরোতে পারেননি তা অবশ্য পরিষ্কার নয়। ভারতীয় বিদেশ মন্ত্রক, মর্মান্তিক ঘটনার শিকার পরিবারটির মৃত চার সদস্যর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।।

#কুয়েতে আগুনে মৃত্যু চার ভারতীয়র

About Post Author