Home » Debolina Dutta : তথাগত অতীত, আবার কি নতুন সম্পর্কে জড়ালেন দেবলীনা?

Debolina Dutta : তথাগত অতীত, আবার কি নতুন সম্পর্কে জড়ালেন দেবলীনা?

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাইঃ ‘বন্ধু হয় অনেকে, মনে দাগ একজনই তো কাটে’। আজকাল নেটদুনিয়াতে নজর দিলেই চোখে পড়ে টলি ও বলিপাড়ার নানা কাহিনী। কখনও শোনা যাচ্ছে, হয়ত কারও বিবাহ বিচ্ছেদের দিকে, নাহলে কেউ নিজের বয়সের তুলনায় বেশি বয়সিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। আবার কিছু কিছু সময় নানা জল্পনা ভুলও প্রমানিত হচ্ছে। এসবের মাঝেই ফের আবার নজরে এলো এইরকমই আরেক বিষয়। এবার কথা উঠল দেবলীনা ও সৌম্য বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে। শোনা যাচ্ছে তাঁরা নাকি একে অপরের সাথে প্রেম করছেন। সত্যি কি প্রেম করছেন তাঁরা? এই নিয়ে জল্পনায় দেবলীনার জবাব কি?

কিছুদিন আগেই শোনা গিয়েছিল তথাগত ও বিবৃতি নাকি প্রেম সম্পর্কে জড়িত।  সম্প্রতি শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন তথাগতর স্ত্রী ও অভিনেত্রী দেবলীনা দত্ত। শোনা যাচ্ছে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন তিনি। এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন দেবলীনা নিজে। তিনি জানান, তাঁর আর সৌম্যর মাঝে কোন প্রেম ঘটিত সম্পর্ক নেই। তাদের মধ্যে নিখুত বন্ধুত্বর সম্পর্ক রয়েছে। বন্ধুত্বর সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও নানা কথা বলেন। তিনি জানান, বন্ধুত্বর সম্পর্ক গড়তে কোন লিঙ্গ লাগে না। তিনি আরও বলেন, সৌম্যর মত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তাদের বন্ধুত্ব যথেষ্ট দামী। আর তাঁদের বন্ধুত্ব নিয়ে কে কি বলল তা নিয়ে কোন মাথা বেথা নাই তাঁর।  

আরও পড়ুনঃ Subhashree Ganguly: মুম্বইয়ে পুরস্কৃত শুভশ্রী, কীসের জন্য টলি পাড়ার নাম উজ্জ্বল করলেন রাজ-ঘরণী

আরও পড়ুনঃ Swastika Mukherjee : স্কোয়ার-ফিটে এবার টাকা নেবেন স্বস্তিকা, নাম লেখালেন প্রোমোটারি পেশায়?

আরও পড়ুনঃ Kalki 2898 Ad : হিন্দু ভাবাবেগে আঘাত, কাল্কি ২৮৯৮ এডির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন কংগ্রেসের প্রাক্তন নেতা

বন্ধুত্ব হলেও দেবলীনা ও সৌম্যর সম্পর্ক যে আর পাঁচটা বন্ধুর মত না তা বুঝিয়ে দিলেন তিনি নিজেই। দেবলীনা বলেন, সৌম্যর মত বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার,কারণ ওর মতো মানুষই আজকাল বিরল। আর তাঁর করা এই মন্তব্য জল্পনা কিছুটা বাড়িয়েই দিয়েছে।    

About Post Author