Home » Subhashree Ganguly: মুম্বইয়ে পুরস্কৃত শুভশ্রী, কীসের জন্য টলি পাড়ার নাম উজ্জ্বল করলেন রাজ-ঘরণী

Subhashree Ganguly: মুম্বইয়ে পুরস্কৃত শুভশ্রী, কীসের জন্য টলি পাড়ার নাম উজ্জ্বল করলেন রাজ-ঘরণী

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাইঃ সোশ্যাল মিডিয়াতে কত সময়ই তো কত রকম ভিডিও ভাইরাল হয়। বিশেষ করে সেই ভিডিও যদি হয় অভিনেত্রীদের। তাহলে তো আর কথাই নেই। বিভিন্ন সময়ে বিমানবন্দরেও দেখা যায় অভিনেত্রীদের। সামাজিক মাধ্যমে গত রবিবার ভাইরাল হয় টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির এয়ারপোর্টের ভিডিও। ছুটির দিন সাত সকালে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে করে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী। যা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। তা হলে এবার কী তবে বলিপাড়ায় নিজের নতুন জার্নি শুরু করতে চলেছেন শুভশ্রী ? তবে এর পর বোঝা যায় যে এমন কিছু বিষয় নয়।

আরও পড়ুনঃ Swastika Mukherjee : স্কোয়ার-ফিটে এবার টাকা নেবেন স্বস্তিকা, নাম লেখালেন প্রোমোটারি পেশায়?

আরও পড়ুনঃ Kalki 2898 Ad : হিন্দু ভাবাবেগে আঘাত, কাল্কি ২৮৯৮ এডির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন কংগ্রেসের প্রাক্তন নেতা

জানা গিয়েছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গিয়েছিলেন তিনি। সেখানে সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে পুরষ্কৃতও হন টলিউডের শুভশ্রী । ‘ইন্দুবালা ভাতের হোটেল’- ওয়েব সিরিজের জন্য তাঁর ঝুলিতে এল এই পুরস্কার। গত বছর মার্চ মাসে হইচই ওটিটিতে এই ওয়েব সিরিজটি মুক্তি পায়। কল্লোল লাহিড়ীর লেখা জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয় ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজটি। পরিচালনা করেন দেবালয় ভট্টাচার্য। সেই সিরিজের মুখ্যচরিত্র ইন্দুবালা। ওই চরিত্রেই অভিনয় করেন শুভশ্রী । এর আগে কোনও ওয়েব সিরিজে কাজ করেননি টলিপাড়ার এই অভিনেত্রী। কিন্তু প্রথম সিরিজেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেন তিনি। কখনও যুবতী বিধবা আবার কখনও বয়স্ক বিধবা মহিলার চরিত্রে অভিনয় করে রীতিমত সাড়া ফেলে দেন রাজ-ঘরণী। তাঁর অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত হয়।

আরও পড়ুনঃ Optical Illusion: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি আপনারও, তা হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আরও পড়ুনঃ Optical Illusion: দৃষ্টিশক্তি গোয়েন্দাদের মত হলে ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

এবার সেই চরিত্রের জন্য সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার পেলেন শুভশ্রী। মুম্বইয়ে নেক্সার মঞ্চে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।  এদিনের  অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল লাল শাড়ি। পুরস্কার পেয়ে পরিচালক দেবালয়, গল্পকার কল্লোল-সহ গোটা ইন্দুবালা টিমকে ধন্যবাদ জানিয়েছেন  চ্যালেঞ্জের নায়িকা।    

About Post Author