সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাই : প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান যাই শেখাক,মানবতার পাঠশালা থাকা আজকের দিনে বড্ড জরুরী ।শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন,মানুষ বড় কাঁদছে। মানুষের দুঃখ লুকিয়ে রয়েছে মানুষের স্বার্থমগ্ন হয়ে থাকার মধ্যে। মানুষ গড়ার কারিগররা বুঝেছেন, মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগিয়ে তুলতে পড়ুয়াদের মধ্যে মনুষ্যত্ব বিকাশের সঞ্চার ঘটাতে হবে, পৃথিবীতে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে হবে। দমদমের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলও সেরকম আশ্চর্য এক লক্ষ্যে পদক্ষেপ রাখছে।
শিক্ষা প্রতিষ্ঠান। কথাটির ব্যাপ্তি বিশাল। প্রাতিষ্ঠানিক শিক্ষা কেবলমাত্র প্রথাগত বইয়ের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষকদের তাই বলা হয় মানুষ গড়ার কারিগর। যুগে যুগে বর্ষে বর্ষে পড়ুয়ার দল শিক্ষা প্রতিষ্ঠানে আসে, শিক্ষকরা তাদের তালিম দেন।মানবতার পাঠশালা হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান। দমদমের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলও এরকমই এক মানবতার পাঠশালা।
প্রকৃত শিক্ষাব্রতীরা বিদ্যালয়ে প্রকৃত শিক্ষার পাঠ দেন যা শিক্ষার্থীদের জীবনের পাথেয় হয়ে ওঠে। এই শিক্ষার মধ্যে লুকিয়ে থাকে বৃহত্তর জীবনে প্রবেশ ও বর্তমানে মূল্যবোধ ও মনুষ্যত্বের বিলোপ থেকে উত্তরণের পাঠ। প্রকৃতি রক্ষা যেমন এই পাঠের একটি আঙ্গিক তেমনই আর্ত মানুষের সেবাও শিক্ষার অঙ্গ। অক্সিলিয়াম কনভেন্ট স্কুলও তাই পৌঁছে যায় দুঃস্থ ও নিপীড়িত মানুষদের কাছে। দরিদ্র মানুষের বিকাশে খাদ্যের সংস্থান করার প্রয়াস তাঁদের প্রতিনিয়ত। প্রতি সপ্তাহে দুটি দিন আর্ত ও দরিদ্র মানুষের সহায়তায় তাই তারা নিজেদের নিয়োজিত রাখে। প্রতি সপ্তাহে একশোটি দরিদ্র পরিবারের মুখে অন্নের জোগান দেয় অকসুলিয়াম স্কুল। ভবিষ্যতের জন্য পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে যাওয়ার প্রতিশ্রুতি রক্ষা যেন তাঁরা করে চলেছেন। এই বার্তা তাঁদের পড়ুয়াদের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এরকমই তাঁরা চান। পড়ুয়াদের মধ্যে এই ভাবনা সঞ্চারিত হচ্ছে।পৃথিবী যেন স্বর্গতুল্য হয়ে উঠছে অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছোঁয়ায়। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মুহূর্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানবতার পাঠে জাদুকাঠির ছোঁয়ায়।
মূল্যবোধ ও মনুষ্যত্ব অবমূল্যায়নের যুগে এক আশ্চর্য পথের পথিক অক্সিলিয়াম কনভেন্ট স্কুল কর্তৃপক্ষ। পৃথিবীকে স্বপ্নময় করে তুলতে পড়ুয়াদের মধ্যে পৃথিবীকে ভারসাম্যময় করার পাঠ দিচ্ছে অক্সিলিয়াম কনভেন্ট, যা শিক্ষা প্রতিষ্ঠানের অনন্য সংজ্ঞা । বৃহত্তর জীবনে প্রবেশের অত্যাশ্চর্য পাঠ সঞ্চারিত করছে মানবতার ও সুন্দর পৃথিবী গড়ার পাঠশালা,মানবতার পাঠশালা ।
More Stories
অবশেষে খাঁচাবন্দি মৈপীঠের দক্ষিণরায়! ছাগলের টোপে কেল্লা ফতে
রাজ্যে একাধিক স্কুলের পড়ুয়া সংখ্যা অত্যন্ত কম, বিদ্যালয় সংযুক্তিকরণের পথে রাজ্য
হাসদেও কি বাঁচবে? নাকি ধ্বংস হবে সব, বিপন্ন হবে সভ্যতা!