Home » Women’s Asia Cup 2024 : নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

Women’s Asia Cup 2024 : নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ জুলাইঃ টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে হরমনপ্রীত কৌররা। মঙ্গলবার এ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। এই জয়ের ফলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তানও। নেপাল এই ম্যাচ জিতে গেলে তিন দলের পয়েন্ট হত ৪। সেক্ষেত্রে রানরেটের বিচারে সেরা দুই দল পৌঁছে যেত সেমিফাইনালে। কিন্তু ভারত জিতে যাওয়ায় সুবিধে হয়ে গেল পাকিস্তানের।

হরমনপ্রীত বিশ্রামে থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও নিজে এদিন ব্যাট করতেই নামেননি। শেফালি বার্মার সঙ্গে ওপেন করেন দয়ালান হেমলতা। প্রথম উইকেটেই ১২২ রানের জুটি গড়েন দুজনে। ৪২ বলে ৪৭ রান করেন হেমলতা। মারেন পাঁচটি চার ও একটি ছয়। অন্যদিকে ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি। ৪৮ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এবারের প্রতিযোগিতায় এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। তাঁর ব্যাট থেকে আসে বারোটি চার ও একটি ছয়। শেষদিকে জেমাইমা রড্রিগেজ ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত। নেপালের হয়ে সীতা রানা মগর ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ Jamie McLaren joins Mohun Bagan : মেসির বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন, চার বারের সোনার বুটজয়ী এবার মোহনবাগানে

আরও পড়ুনঃ International Tennis Hall Of Fame : প্রথম এশীয় হিসেবে বিশ্ব টেনিসের ‘হল অফ ফেমে’ ভারতের লিয়েন্ডার ও বিজয়

আরও পড়ুনঃ East Bengal : এই মরশুমে আরও আগ্রাসী ফুটবল খেলার হুঁশিয়ারি কুয়াদ্রাতর

রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে হয় নেপালকে । যে বড় রানের জুটি দরকার ছিল ম্যাচ জেতার জন্য সেটা হয়নি। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ওপেন করে ১৮ রান করেন সীতা। সেটাই নেপালের ইনিংসের সর্বোচ্চ রান। শেষের দিকে বিন্দু রাওয়াল ১৭ রানে অপরাজিত থাকেন। রুবিনা ছেত্রীর ব্যাট থেকে আসে ১৫ রান। অধিনায়ক ইন্দু বর্মা স্কোরবোর্ডে যোগ করেন ১৪ রান। বাকিরা দুই অঙ্কের রান করতেই ব্যর্থ হন। ৯৬ রানে থেমে যায় নেপালের ইনিংস। ভারতের হয়ে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি করে উইকেট পান অরুন্ধতি রেড্ডি ও রাধা যাদব।

About Post Author