Home » প্যারিস অলিম্পকে মনু ভাকের মহিলা শুটিংয়ে প্রথম পদক এনে দিলেন দেশকে

প্যারিস অলিম্পকে মনু ভাকের মহিলা শুটিংয়ে প্রথম পদক এনে দিলেন দেশকে

সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : ইতিহাস গড়লেন হরিয়ানার মেয়ে মনু ভাকের। রবিবার 2024 প্যারিস অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন মনু ভাকের। অলিম্পিক ইতিহাসে ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে তিনি পদক জিতলেন।রবিবার ফাইনালে হারের সময় তিনি কিম ইয়েজির চেয়ে মাত্র ০.১ পিছিয়ে ছিলেন। তবুও রেকর্ড গড়েছেন, ভারতের গৌরবের মুকুটে আরেকটি পালক বাড়ল মনু ভাকেরের কৃতিত্বে।

টোকিও অলিম্পিকে তীরে  এসে তরী ডুবেছিল। পিস্তলের ত্রুটির কারণে লাইনচ্যুত হওয়ার তিন বছর পর, 22 বছর বয়সী তরুণী দুই দক্ষিণ কোরিয়ার শ্যুটারের পিছনে ব্রোঞ্জ পদক পেলেন। তিনি পঞ্চম ভারতীয় যিনি শুটিংয়ে পদক জিতেছেন।প্যারিস অলিম্পিকের প্রথম দিনে, মানু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা রাউন্ডে 580 স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিলেন।মনু ভাকের ফাইনালে যাওয়ার যোগ্যতায় সর্বোচ্চ সংখ্যক নিখুঁত স্কোর (27)  করেছিলেন।

শেষবার সুমা শিরুর একজন ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন। 2004 সালে গ্রিসের রাজধানী এথেন্স অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে কিছুটা হলেও সম্ভাবনা জাগিয়েছিলেন।

ব্রোঞ্জ জেতার পেছনে লাগাতার অধ্যাবসায় সঙ্গী ছিল মনু ভাকেরের। হরিয়ানার মেয়েটির প্রস্তুতি শুরু হয়েছিল ২০১৬ রিও অলিম্পিক গেমসের পরেই। তখন তার বয়স ১৪। তার সর্বক্ষণের গাইড – ফিলোসফার বাবা রাম কিষেণ ভাকের তাকে প্রথম বন্দুক কিনে দিয়েছিলেন। চার বছরে শুটিংএর মনোযোগী ছাত্রী এতটাই উন্নতি করেন যে অভিনব বিন্দ্রার দেশে আরেকজনের কাছে সাফল্য আশা করতে থাকে সংশ্লিষ্ট মহল। টোকিওতে ব্যর্থতা দৃঢ়তা ও জেদ থেকে দূরে সরাতে পারে নি মনু ভাকেরকে। কুস্তি এবং বক্সিংয়ের রাজ্য হরিয়ানা থেকে উঠে আসা মনু ভাকের বুঝিয়ে দিলেন অধ্যাবসায় থাকলে সাফল্য আসতে বাধ্য।মনু ভাকেরের পদক অলিম্পিক ইতিহাসে ভারতের ৩৬ তম পদক।।

About Post Author