Home » Ration Scam: রেশন দুর্নীতি মামলার তদন্তে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান ঘনিষ্ঠ মুকুল রহমানের বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি

Ration Scam: রেশন দুর্নীতি মামলার তদন্তে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান ঘনিষ্ঠ মুকুল রহমানের বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি

সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এর মধ্যে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এদিন সাত সকালে মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। দেগঙ্গার অন্তর্গত বেড়াচাঁপার ওই বাড়িতে থাকেন মুকুল রহমান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান। এদিন মুকুল রহমানের পিজি রাইস মিলে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।


অন্যদিকে, রেশন দুর্নীতি মামলার তদন্তে মুকুল রহমানের বাড়ি ছাড়াও এদিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি, রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এদিন সকাল থেকে প্রায় ৪০ জনের একটি টিম একযোগে তল্লাশি শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক জায়গায়। বারিক বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। এদিন পুরো বাড়ি চতুর্দিক ঘিরে ফেলেন বিএসএফ। সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিলেও চলে তল্লাশি। রাইস মিলের কর্মীদের সঙ্গে কথাও বলেন ইডি গোয়েন্দারা। এর আগে সোনা পাচার, গোরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের। এমনকী, ২০১৪ সালে সোনা পাচার মামলায় তিনি গ্রেফতারও হন। তারই মধ্যে এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়াল বারিক বিশ্বাসের। রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস, এমনটাই দাবি ইডির।

আরও পড়ুন  সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানুন ওয়েদার আপডেট

রেশন দুর্নীতিকাণ্ডে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

#EDRaid 

#RationScam

#BarikBiswas 

#রেশনদুর্নীতিমামলা

#Latestbengalinews

About Post Author