Home » ED Raid: রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি

ED Raid: রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি

সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এর মধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি, রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। এছাড়াও বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতেও ইডি হানা দিয়েছে বলে খবর।সিআরপিএফ ও বিএসএফ নিয়ে তল্লাশি চলছে।

আরও পড়ুন   Train Accident : হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন,একাধিক ট্রেনের রুট বদল, দেখুন তালিকা

ইডি সূত্রে খবর, এদিন সাত সকাল থেকে প্রায় ৪০ জনের একটি টিম তল্লাশি শুরু করেছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক জায়গায়। বারিক বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। এদিন পুরো বাড়ি চতুর্দিক ঘিরে ফেলেন বিএসএফ। সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিলেও চলে তল্লাশি। রাইস মিলের কর্মীদের সঙ্গে কথাও বলেন ইডি গোয়েন্দারা। এর আগে সোনা পাচার, গোরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের। এমনকী, ২০১৪ সালে সোনা পাচার মামলায় তিনি গ্রেফতারও হন। তারই মধ্যে এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়াল বারিক বিশ্বাসের। রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস, এমনটাই দাবি ইডির।

আরও পড়ুন  Train Accident : হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন,একাধিক ট্রেনের রুট বদল, দেখুন তালিকা

রেশন দুর্নীতিতে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

#EDRaid

#Latestbengalinews

#Rationcorruptioncase

#BarikBiswas

About Post Author