বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ১ অগষ্টঃ কথায় বলে ‘মর্নিং শো’জ দ্যা ডে’ অর্থাৎ ‘সকাল দিন দেখায়’। এই কথাটি অনেকটাই সত্যি প্রমাণ করল দক্ষিণী অভিনেতা ধানুষ (Dhanush) অভিনীত ছবি রায়ান (Raayan)। মুক্তি পাওয়ার প্রথম পাঁচ দিনেই বক্সঅফিসে ঝড় তুলল এই ছবি। কত টাকার ব্যবসা করল এই ক্রাইম থ্রিলার? খোঁজ নিল সময় কলকাতা।
সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে রায়ান । ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় দক্ষিণী তারকা ধানুষকে। তবে শুধু অভিনয় নয়, ছবিটির পরিচালনা ও চিত্রনাট্য নিজেই লিখেছেন অভিনেতা। গত ১৩ জুন মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু কোনও এক অজানা কারণে তা পিছিয়ে যায়। পরে এই ক্রাইম থ্রিলার মুক্তি পায় গত ২৬ জুলাই। অভিনেতা ধানুষের জন্মদিনের ঠিক দুইদিন আগে। তামিল ছাড়াও তেলেগু ও হিন্দি ভাষাতে মুক্তি পায় এই ছবি। মুক্তিতে বিলম্ব হলেও ছবিটি বেশ মনে ধরেছে দর্শকদের।
২৬ জুলাই, শুক্রবার অর্থাৎ প্রথম দিনে এই ছবি আয় করে ১৩.৬৫ কোটি টাকা। তখনই বোঝা গিয়েছিল এই ছবির বক্সঅফিসে লক্ষীলাভ স্রেফ সময়ের অপেক্ষা। দ্বিতীয় দিনে এই ছবির আয় করে ১৩.৭৫ কোটি টাকা। তৃতীয় দিনে আয় হয় ১৫.২৫ কোটি টাকা । এরপর চতুর্থ ও পঞ্চম দিনে যথাক্রমে ৫.৮ কোটি ও ৪.৫৫ কোটি টাকা আয় করে এই ছবি। প্রথম পাঁচদিনেই রেকর্ড গড়ে ফেলেছে রায়ান। ভারতে মোট ৫৩ কোটি টাকারও বেশি আয় করে রেকর্ড গড়েছে এই ছবি।
এই ছবিতে ধানুষ ছাড়াও অভিনয় করেছেন দুষারা বিজয়ন, সন্দীপ কিষান, অপর্ণা বালামুলারী, কালীদাস জয়রাম, নিত্যা মেনন-সহ অন্যান্য অভিনেতারা। ছবির গল্প মুখ্য চরিত্র কাথাভারায়ান বা রায়ানকে কেন্দ্র করে। সেই চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা ধানুুষকে। পরিচালনা ও অভিনয় দক্ষতার জন্য অনুরাগীদের প্রশংসা পাচ্ছেন পোল্লাদাভান, ইয়ারাদি দি মোহিনী খ্যাত অভিনেতা। অনেক চলচ্চিত্র তারকা ও ধানুষের সহকর্মীরাও সামাজীক মাধ্যমে এই ছবির প্রশংসা করেছেন। তার মধ্যে রয়েছেন দক্ষিণী সিনেমা জগতের আর এক তারকা মহেশ বাবু।
More Stories
সাতসকালে ভয়াবহ ভূমিকম্প!,পরপর ৬ বার আফটারশক! ধূলিসাৎ নেপাল-তিব্বতের বিস্তীর্ণ এলাকা, বাড়ছে মৃতের সংখ্যা
অবিবাহিত হলে আর বুকিং নয় যুগলের! নতুন বছর থেকে বুকিংয়ে নয়া নিয়ম আনল OYO
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা