বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাইঃ আচ্ছা বলিউডের ‘কিসিং মাস্টার’ বা চুম্বন দৃশ্যে পারদর্শী বললে কার কথা সবার প্রথম মাথায় আসে আপনাদের? হ্যাঁ ঠিকই ভাবছেন, কথা হচ্ছে বলিউডের ‘কিসিং কিং’ ইমরান হাসমির। তাঁর কেরিয়ারের একেবারে শুরু থেকেই এই তকমা যেন একবারে সেঁটে গিয়েছে। তাঁর অভিনীত যেকোনও ছবিতেই চুম্বন দৃশ্য যে থাকবেই, সেটা একেবারে পূর্ব নির্ধারিত। আর বড় পর্দা থেকে নায়ক-নায়িকার সেই ঘনিষ্ট দৃশ্য, সবটা নিয়ে বরাবরই চর্চা হয়ে থাকে। আর সেই চর্চা যেন আরও দিন দিন বেড়েই চলেছে। তবে জানেন কী, একবার বউকে সঙ্গে নিয়ে একটি সিনেমার স্ক্রিনিংয়ে গিয়ে মহাবিপদে পড়েছিলেন অভিনেতা?
আরও পড়ুনঃ Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?
আরও পড়ুনঃ Sreelekha Mitra : “নিজের সীমা ছাড়াবেন না” কাদের পরামর্শ দিলেন শ্রীলেখা?
একবার একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন এই পরিস্থির কথা। আর সেই খবর একেবারে মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত নাকি তাঁকে চড় খেতে হয়েছিল বউয়ের হাতে। আসলে তিনি বলেন, CROOK ছবির প্রথম স্কিনিং-এ গিয়েছিলেন তিনি। সেই সময় তিনি এই স্কিনিং-এ সাথে নিয়ে গিয়েছিলেন তাঁর বউকে। সেই স্কিনিং-এই স্বামীর অন্য মেয়ের সাথে এমন ঘনিষ্ট দৃশ্য দেখে রীতিমত হতবাক হয়েছিলেন তাঁর স্ত্রী পারভিন সাহানি। শুধু তাই নয় একেবারে সপাটে চড় মেরেছিলেন ইমরানকে। আবার তা শুধু একবার নয়, একাধিকবার।
আরও পড়ুনঃ Sara Ali Khan : শান্ত স্বভাবের সারার নবাবী মেজাজ, বিমানের মধ্য়ে বিমানসেবিকার সঙ্গে একী করলেন?
যদিও পরবর্তীতে তিনি বুঝতে পেরেছিলেন যে এই সবটাই ইমরানকে কাজের সূত্রে করতে হয়। ইমরান নিজেই বলেন এরপর তাঁদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়ে যায়। যদিও একটি কঠিন শর্তের পরিবর্তে। আর সেই শর্ত হল প্রতি চুমু পিছু তাঁর স্ত্রীকে কিনে দিতে হবে একটি করে ব্যাগ। ইমরান জানান যে তাঁদের বাড়িতে ব্যাগের একেবারে একটি আলমারি তৈরি হয়ে গিয়েছে।
More Stories
সাতসকালে ভয়াবহ ভূমিকম্প!,পরপর ৬ বার আফটারশক! ধূলিসাৎ নেপাল-তিব্বতের বিস্তীর্ণ এলাকা, বাড়ছে মৃতের সংখ্যা
অবিবাহিত হলে আর বুকিং নয় যুগলের! নতুন বছর থেকে বুকিংয়ে নয়া নিয়ম আনল OYO
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা