Home » একটানা ক্ষোভ-বিক্ষোভ বিভিন্ন সরকারি হাসপাতালে, অভিযোগে নতুন মাত্রা

একটানা ক্ষোভ-বিক্ষোভ বিভিন্ন সরকারি হাসপাতালে, অভিযোগে নতুন মাত্রা

সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : চিকিৎসায় গাফিলতির অভিযোগ আগেও উঠেছে রোগী মৃত্যু ঘিরে। এখনও উঠছে। একের পর এক সরকারি হাসপাতাল হয়ে উঠেছে ক্ষোভ বিক্ষোভের কেন্দ্রবিন্দু। উঠছে একাধিক অভিযোগ। এই অভিযোগ গুলির মধ্যে অন্যতম  চাঞ্চল্যকর অভিযোগ সরকারি হাসপাতালের চিকিৎসকরা নার্সিংহোমে  পাঠিয়ে দিতে চাইছেন তাদের চিকিৎসাধীন রোগীদের। চিকিৎসা না পেলেই চিকিৎসাহীন অবস্থায়  পড়ে থাকছে রোগীরা। অভিযোগ, এতেই অবস্থার  অবনতি হচ্ছে যা কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে  চিকিৎসায় গাফিলতির অভিযোগে নতুন সংজ্ঞা দেখা দিচ্ছে। ব্যবসায়িক লাভের দিকে তাকিয়ে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ উঠছে। অভিযোগে নতুন মাত্রা  দেখা দিচ্ছে।

উদাহরণ হিসেবে দেখা যেতে পারে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার জয়পুর ফুলতলা কলোনির বাসিন্দা পবিত্র দাসের মেয়ে পায়েল দাসের মৃত্যু ঘিরে ওঠা অভিযোগকে। জুলাই মাসের ৩১ তারিখ  বনগাঁর একটি নার্সিংহোমে পায়েলের সিজার হলে তার অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার আরও অবনতি হয়। তাকে কলকাতায় স্থানান্তর করা হয় । পরবর্তীতে পায়েলকে ভর্তি করা হয় এস এস কে এম হাসপাতালে । সেখানে  শনিবার ভোরে পায়েলের মৃত্যু হয় । শনিবার রাতে মৃতদেহ নিয়ে বনগাঁ থানার সামনে এসে ক্ষোভে ফেটে পড়ে পরিবার পরিজন।পরবর্তীতে পায়েলের মা মিতা দাস বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সার্বিক চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসার নামে  ব্যবসায়িক মুনাফা লাভের দিকে মেয়ের  মৃত্যুর কারণ বলে মায়ের অভিযোগ।চোখ ঘটনার তদন্ত করে দোষীদের আইনঅনুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় মৃতার আত্মীয় পরিজন।

একইদিনে আরও একাধিক মৃত্যুর ঘটনা ঘিরে অভিযোগ উঠেছে  দুটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে ঘিরে। একদিকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা ও অন্যদিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে  চিকিৎসায় গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও আত্মীয় স্বজন। রীতিমত তাণ্ডব চলে  রামপুরহাট হাসপাতালে।

সাম্প্রতিক কালে,প্রতিটি ক্ষেত্রেই চিকিৎসা বিভ্রাটের কারণ হিসেবে  চিকিৎসককে দায়ী করা হচ্ছে এবং চিকিৎসকদের  সরকারি প্রতিষ্ঠানে প্রকৃত পরিষেবা দেওয়ার ইচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে।  অভিযোগে নতুন মাত্রা।  বাণিজ্যিক মুনাফা লাভের দিকে আগ্রহ নিয়ে কথা উঠছে যাকে ঘিরে ক্ষোভ অনেক ক্ষেত্রেই  চরম আকার নিচ্ছে।।

আরও পড়ুন অখিল গিরির পদত্যাগ : কী বার্তা দিলেন মমতা? নেপথ্যে কোন সমীকরণ?

About Post Author