সময় কলকাতা ডেস্ক, ৫ অগাস্ট : অবশেষে দেশ ছাড়লেন হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে নির্দেশ দেওয়ার পরই দেশ ছাড়লেন শেখ হাসিনা। দেশ ছাড়লেন হাসিনা, আপাতত ভারতে আশ্রয় লাভ করছেন বঙ্গবন্ধু কন্যা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কার্যত দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং হিংসা- সংঘর্ষে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর সোমবার বিকেলে দেশ ছেড়ে পালিয়ে যান।বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেয় বলে জানা গিয়েছে। উদ্বেগজনক ও অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতার দখল নেয় এবং শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে রওয়ানা। চপার করে ভারতে ঢোকার আগে সেনাবাহিনী তাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। প্রাথমিকভাবে তিনি ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকবেন জানা গেলেও, বাংলাদেশের গণমাধ্যম মারফত জানা গিয়েছে বঙ্গবন্ধু কন্যা এপার বাংলায় এসে পৌঁছেছেন।।
More Stories
অশান্ত বাংলাদেশ : আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু
পাকিস্তানকে চুরমার করে নজির বাংলাদেশের
জার্মানির ৩ নাগরিকের হত্যার দায় স্বীকার ইসলামিক স্টেটের, ধৃত ২