স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: প্যারালিম্পিক্স শেষ হতে বাকি এখনও চার দিন। ষষ্ঠ দিনের শেষে নীরজদেরকে পিছনে ফেললেন দেশের প্যারালিম্পিয়াডরা। কেননা ভারতীয় খেলোয়াড়দের জেতা পদকের সংখ্যা দাঁড়াল ২০। যার মধ্যে ৭ টি রুপো, ১০টি ব্রোঞ্জের পাশাপশি রয়েছে তিনটি সোনাও। আগের মাসে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে সোনা অধরা রয়ে গিয়েছিল ভারতের। সেই হতাশা অনেকটাই মিটল বিশেষভাবে সক্ষম ভারতীয় খেলোয়াড়দের কৃতিত্বে। তবে এখানেই শেষ নয় প্রতিযোগিতা শেষ হতে বাকি রয়েছে এখনও চারদিন। পদকের সংখ্যা বাড়ার এখনও সুযোগ রয়েছে দেশের খেলোয়াড়দের। গত সোমবার পর্যন্ত ভারতের ঝুলিতে পদক ছিল ১৫টি। মঙ্গলবার সেখানে যোগ হয় আরও পাঁচটি পদক। যেগুলি এসেছে দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জরদার হাত ধরে। তারফলে ভারতের এখন মোট পদক সংখ্যা ২০।
আরও পড়ুন Pakistan Vs Bangladesh: বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তান, একতরফা শাসন শান্তদের
হাই জাম্পের টি ৬৩ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। ১.৮৫ মিটার লাফিয়ে এই দেশের হয়ে পদক নিশ্চিত করেছেন তিনি। একই ইভেন্টে রুপো জিতেছেন শরদ কুমার। ১.৮৮ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। অ্যাথলেটিক্সে মহিলাদের ৪০০ মিটার টি২০ ফাইনালে তৃতীয় স্থান অধিকার করেছে দীপ্তি। ৫৫.৮২ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ নিশ্চিত করেন দেশের হয়ে। এছাড়াও মঙ্গলবার বিশেষ নজর কেড়েছে পুরুষদের জ্যাভলিন থ্রোয়াররা। ভারতকে জোড়া পদক জিতেয়েছেন অজিত-সুন্দর জুটি। ৬৫.৬২ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন অজিত। ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে থাকা সুন্দর ছুড়ছেন ৬৪.৯৬।
প্রসঙ্গত, গত মাসে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন মোট ১১৭ জন খেলোয়াড়। যাদের পিছনে ভারত সরকার খরচ করেছিল আনুমানিক চারশো সত্তর কোটি (৪৭০,০০০০০০০০) টাকা। ভারতের হয়ে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার জন্য পাঁচ কোটি বাহাত্তর লক্ষ (৫৭২০০০০০) টাকা ব্যয় হয়। তাঁদের উন্নত মানের প্রশিক্ষণ ব্যবস্থা থেকে আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়। কিন্তু অলিম্পিক্সে ভারতের ঝুলিতে একটিও সোনা না আসায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। দেশের ক্রীড়াবিদদের সমালোচনা শোনা গিয়েছিল সুনীল গাভাস্কার, প্রকাশ পাড়ুকোনের মত কিংবদন্তিদের মুখেও। সেই তুলনায় প্যারালিম্পিকের ভারত সরকারের খরচ, সাগরে শিশিরের মতো, মাত্র তেত্রিশ কোটি আটষট্টি লক্ষ (৩৩,৬৮০০০০০) টাকা। যা নিয়েও ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা। বিশেষ ভাবে সক্ষম খেলোয়াড়দের প্রতি সরকার আরও একটু যত্নবান হলে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ফল আরও ভাল হত বলে মত অনেকের।
#Paralympics
#Latestbengalinews
#Paralympians
#ParisOlympics
#MariappanThangavelu
#Javelin
#TokyoOlympics
#NeerajChopra
More Stories
ম্যাডাম, স্যরেরাই তো নেই! প্রকল্প কী ভাবে চলবে? প্রশ্ন স্কুল কর্তৃপক্ষের
নতুন টোল নীতি শীঘ্রই: বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী
টানা ছুটি, বাংলা নববর্ষের আগে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকত দীঘায়