সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : যৌনকর্মীর নজির ! লিলি ফিলিপস যৌনকর্মী হিসেবে সহবাসের নজির গড়েছেন অন্তত তাঁর বক্তব্য ধরলে তেমনটাই বলা যায়। যদিও লিসা স্পার্কস ইতিমধ্যেই এবিষয়ে নজির গড়েছেন। বিষয়টি খোলসা করলে চোখ ছানাবড়া হতে পারে।
এই সপ্তাহের শুরুতে, ইউটিউবার জস পিটার্স একটি ৪৭মিনিটের ডকুমেন্টারি করেছিলেন যা পরে বাদ দেওয়া হয় সেখানে ২৩ বছর বয়সী OnlyFans তারকা লিলি ফিলিপসের সাক্ষাৎকারে বলেন যে, তিনি OnlyFans পেজের জন্য চমক হিসেবে ২৪ঘন্টার মধ্যে ১০০ জন পুরুষের সাথে যৌন সঙ্গমের পরিকল্পনা নেন এবং তার লক্ষ্য পূরণ করে ফেলেন তিনি।
যদিও লিলি ফিলিপস নিশ্চিতভাবেই এই নজির গড়ার ক্ষেত্রে সর্ব-অগ্রগণ্য নন কারণ ২০০৪ সালে লিসা স্পার্কস একদিনে ৯১৯ বার সহবাস করে যৌনতায় পূর্বের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন যা এখনও পর্যন্ত অটুট। লিসা স্পার্কস অম্লান কীর্তি স্থাপন করার অধিকারিণী।
তবুও লিলি ফিলিপসের পক্ষে যৌন সহবাসের দুনিয়ায় ভয়ঙ্কর-রকমের অসম্ভব কীর্তি সম্পন্ন করতে কয়েক মাস লেগে যায় । পরিকল্পনা করলেই হয় না! তা বাস্তবায়ন করার জন্য তাঁর একটি বিশেষ ভাবে গড়ে তোলা সহকারীর একটি দলও লেগেছিল৷ তিনি দাবি করেছেন,যেকোনও যৌনকর্মীর পক্ষে একদিনের জন্য ১০০ জন পুরুষকে বাছাই করা কঠিন এবং পর্ণ ছবি হিসেবে তা আপলোড করাও একটি অস্বাভাবিক কঠিন কাজ। লিলি ফিলিপসের দাবি, তিনি যা করেছেন তা অবিশ্বাস্য মনে হলেও তার প্রমাণ তিনি রেখেছেন।।
যৌনকর্মীর নজির #যৌনকর্মীর নজির
আরও পড়ুন দুর্গামন্দিরের ভিতরে গণধর্ষণ আসামের কিশোরীকে! ভাইরাল ভিডিওর সূত্র ধরে ধৃত ৮
More Stories
বাংলাদেশ থেকে উড়িয়ে দেওয়া হল বিখ্যাত কোম্পানি বাটা। নেপথ্যে কী?
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে বিপ্লব ঘটিয়েছিলেন যে বাঙালি চিকিৎসক