Home » ২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা

২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর : আপনি কি ভয়ের সিনেমা পছন্দ করেন? হাড়হিমকরা আতঙ্কের চলচ্চিত্র যা ভূত, জোমবি, অতিপ্রাকৃত, অশরীরী, রক্তের হোলি, সিরিয়াল কিলিং এরকম বিভিন্ন রকমফেরের ভয়াল সিনেমার দর্শক হতে সবসময় পছন্দ করেন এবং সেরকম চলচ্চিত্র কি আপনি বিভিন্ন ওটিটি প্লাটফর্মে খুঁজতে থাকেন?

আপনি  উত্তর যদি হ্যাঁ  হয়,তাহলে বলতেই হবে বিগত বছরগুলি তুলনায় ২০২৪ সাল ছিল সিনেমায় একটি হতাশাজনক সময় বা অধ্যায়। তবুও সময় কলকাতা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র বিশেষজ্ঞদের রায় একত্রিত করে একটি আতঙ্কের চলচ্চিত্রের সূচিপত্র আপনার সামনে তুলে ধরছে যা ২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা করে দিতে পারে। এক্ষেত্রে তিনটি ওটিটি থাকলেই হবে। নেটফ্লিক্স, ডিসনি প্লাস ও প্রাইম ভিডিও।

সেরা একডজন ভয়ের সিনেমা : ২০২৪

১২. হেরেটিক : প্রাইম ভিডিওতে দেখতে পাবেন

১১. ওডিটি : প্রাইম ভিডিওতে দেখতে পাবেন

১০. ইটস হোয়াট ইনসাইড : এই চলচ্চিত্রটি আপনি  নেটফ্লিক্সে দেখতে পাবেন।

৯.দ্যা পিয়ানো লেসন : এটিও দেখতে পাবেন নেটফ্লিক্সে

৮. রোমুলাস : দেখতে পাবেন ডিসনি প্লাসে

৭.লংলেগস :  প্রাইম ভিডিওতে দেখতে পাবেন

৬. টেরিফায়ার : দেখতে পাবেন প্রাইম ভিডিওতে

৫. দ্যা ফার্স্ট ওমেন : প্রাইম ভিডিওতে দেখতে পাবেন

৪. কুক্কু : দেখতে পাবেন প্রাইম ভিডিওতে

৩.নসফেরাতু : দেখতে পাবেন প্রাইম ভিডিওতে

২. আই স দ্যা টিভি গ্লো : দেখতে পাবেন প্রাইম ভিডিওতে

১.দ্যা সাবসটেন্স : দেখতে পাবেন প্রাইম ভিডিওতে

#সেরা একডজন ভয়ের সিনেমা # সেরা একডজন ভয়ের সিনেমা

আরও পড়ুন ইতালিতে প্রস্তাবিত যৌন-অপরাধ রোধে কেমিক্যাল ক্যাস্ট্রেশনকে স্বাগত জানালেন প্রীতি জিন্টা, কী এই আইন? আরও কঠোর আইনও জানুন

About Post Author