সময় কলকাতা ডেস্ক:- মালদহের তৃণমূল নেতা খুনে ১০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল! এমনই বিস্ফোরক দাবি করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। শুক্রবার সকালেই তৃণমূল নেতার দেহ পৌঁছেছে বাড়িতে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে মালদহে এসেছেন শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব।
এদিকে পুলিশের জালে আরও ৩। উদ্ধার হয়েছে ১ আগ্নেয়াস্ত্র ও নম্বর প্লেট বিহীন বাইক। ধৃতদের জেরা করে রহস্যভেদের চেষ্টা করছে পুলিশ। এদিকে শুক্রবার সকালে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী দাবি করলেন, ১০ দিন ধরে রেইকি করার পর হামলা চালানো হয়েছে ওই তৃণমূল নেতার উপর। সুপারি দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকা। কিন্তু কেন ? সেই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে নামেন তিনি। অভিযোগ, সেই সময় বাইকে করে আসা ৪ দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উলটো দিকে একটি দোকানে ঢুকে যান। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলের। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। মুখ্যমন্ত্রী নিশানা করেছেন খোদ এসপিকে।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় ২ জনকে। যদিও মালদহের কাউন্সিলর খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয় অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে যে দুইজনকে ধরা হয়েছিল তারা হলেন ইংলিশ বাজারের যদুপুর গাবগাছির বাসিন্দা টিংকু ঘোষ এবং বিহারের কাটিহারের আজম নগর থানার কানহাড়িয়া এলাকার বাসিন্দা, সামি আক্তার। জানা গিয়েছে দুষ্কৃতীরা প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে বাবলা পড়তে দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখছিল। শুক্রবার বিহার থেকে আরেক দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। হরিশ্চন্দ্রপুরের পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের যৌথ অভিযানে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। ধৃতকে নাম আব্দুল গনি। ধৃতকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ইংরেজ বাজার থানায়। শুক্রবার দুলাল সরকারের শেষকৃত্যে হাজির হয়েছিল হাজার হাজার অনুগামী। প্রত্যেকের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
More Stories
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত?দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক! খুলে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান