Home » চুক্তিভিত্তিক ড্রাইভারদের নয়া বেতন কাঠামো ঘোষণা নবান্নের

চুক্তিভিত্তিক ড্রাইভারদের নয়া বেতন কাঠামো ঘোষণা নবান্নের

সময় কলকাতা ডেস্ক:- রাজ্যের সরকারি বিভিন্ন ক্ষেত্রে যে সকল ড্রাইভাররা চুক্তির ভিত্তিতে গাড়ি চালান তাঁদের জন্য নয়া বেতন কাঠামো ঘোষণা করল নবান্ন। সরকারি কন্ট্রাকচুয়াল ড্রাইভাররা এ বার থেকে বর্ধিত হারে পারিশ্রমিক পাবেন। চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের ন্যূনতম পারিশ্রমিক হবে ১৬ হাজার টাকা। যাঁরা সদ্য কাজে যোগ দিয়েছেন সেই সব ড্রাইভাররা ১৬ হাজার টাকা করে মজুরি পাবেন। পাঁচ বছরের অভিজ্ঞ চালকরা পাবেন ২০ হাজার টাকা। ১০ বছরের অভিজ্ঞ হলে পাবেন ২৫ হাজার টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে পাওয়া যাবে ৩১ হাজার টাকা। যাঁদের বিগত ২০ বছর ধরে কাজ করছেন তাঁরা মাসে ৩৮ হাজার টাকা করে পাবেন। ২৬ -এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল।

১ জানুয়ারি ২০২৫ থেকে এই নয়া বেতন কাঠামো কার্যকর হবে। চুক্তির ভিত্তিক সরকারি গাড়ি চালকদের নতুন বেতন কাঠামো তৈরি করার পর সেটা রাজভবনে পাঠানো হয়েছিল। তাতে সবুজ সঙ্কেত দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চালকদের দীর্ঘদিনের অভিযোগ, স্থায়ী কর্মীদের মতো অন্যান্য সুযোগ-সুবিধা পান না তাঁরা। এর ফলে তাঁরা চান, এই বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সামাজিক সুরক্ষাও দেওয়া হোক।

About Post Author