সময় কলকাতা ডেস্ক:- ‘ইন্ডিয়া’ নয়, ‘ভারত’ কিংবা ‘হিন্দুস্তান’। এই নামেই কেন ডাকা হবে না মাতৃভূমিকে? অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। উল্লেখ্য, এই বিতর্কের শুরু হয়েছিল ভারতে জি-২০ সম্মেলনের সময়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষরিত জি-২০ সম্মেলনের নিমন্ত্রণপত্রে দেশের নাম হিসেবে ‘ভারতে’ উল্লেখ করা হয়েছিল।
জি-২০ সম্মেলনের সময় বিভিন্ন দেশে যে পুস্তিকা পাঠানো হয়েছে, তাতেও একই পন্থা অবলম্বন করে কেন্দ্র। এই ঘটনায় সরব হয় দেশের কিছু বিরোধী দল। মামলা গড়ায় আদালতে। সেখানে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়, ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ বা ‘হিন্দুস্থান’ রাখার। শীর্ষ আদালতের সেই প্রস্তাবকে হাতিয়ার করেই দিল্লি হাই কোর্টে দায়ের হয় আরেকটি মামলা।
মামলাকারীর আর্জি, সংবিধানের প্রথম অনুচ্ছেদে যেখানে যুক্তরাষ্ট্রের নাম হিসাবে ‘ইন্ডিয়া’ লেখা রয়েছে সেটিকে পাল্টে ‘ভারত অথবা হিন্দুস্তান’ হিসাবে সম্বোধন করতে হবে। ‘ইন্ডিয়া’ নামটি ভারতের ঔপনিবেশিক ইতিহাসকেই বহন করে চলেছে। অপরদিকে ‘ভারত’ নামটির সঙ্গে অনেক বেশি একাত্ম বোধ করেন এ দেশের মানুষ, এমনই আর্জি আবেদনকারীর। এই মামলার শুনানিতে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল এবার দিল্লি হাইকোর্ট।
এই মামলার প্রেক্ষিতে বিচারপতি শচীন দত্তর বেঞ্চ কেন্দ্রকে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখার জন্য। ২০২০ সালের ৩ জুন মাসে সুপ্রিম কোর্ট সংবিধানে দেশের নাম বদলের যে প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে কোনও পদক্ষেপ পরবর্তী সময়ে আর করা হয়নি। দিল্লি হাইকোর্টের আবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও কেন বিষয়টি কেন গুরুত্ব দেওয়া হয়নি।
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ