সময় কলকাতা ডেস্ক:- সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের জন্য। অবশেষে চোট সারিয়ে ফিরছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে যান বুমরা। তার পরে কেটে গিয়েছে প্রায় ৩ মাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে খেলতে পারেননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি আইপিএলের প্রথম ৪টি ম্যাচে। বুমরার ফেরা নিয়ে ক্রমশ বাড়ছিল অনিশ্চয়তা। অবশেষে ঘটল সমস্ত জল্পনার অবসান। মুম্বই শিবিরে যোগ দিয়েছেন এই তারকা পেসার।
চলতি আইপিএলে প্রথম ৪টি ম্যাচের ৩টিতেই হেরে, চাপে মুম্বই। এই পরিস্থিতিতে বুমরার ফেরাটা অক্সিজেন জোগাবে টিমকে। সোমবার মুম্বইয়ের আগামী প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ওই ম্যাচে বুমরা খেলবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। এতদিনের চোট সারিয়ে শিবিরে যোগ দেওয়ার একদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার সম্ভাবনা কম তাঁর। তবে ১৪ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে বুমরাকে। আইপিএল মিটলে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। তার আগে ৩১ বছর বয়সি এই পেসারের ম্যাচ ফিট হওয়া এবং ছন্দে ফেরা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের পক্ষে।
দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন বুমরা। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাননি বোর্ড এবং চিকিৎসকরা। তাই চোট সারানোর পর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বোলিং শুরু করেন। ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়াতে থাকেন। অবশেষে রবিবার যোগ দিয়েছেন মুম্বই দলের বাকি সদস্যদের সঙ্গে। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে টসের সময় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বুমরার ফেরা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই ফিরবেন এই তারকা পেসার। সেটাই সত্যি হলো।
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ