Home » নতুন টোল নীতি শীঘ্রই: বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী

নতুন টোল নীতি শীঘ্রই: বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক:- ভারতের সম্প্রসারিত সড়ক পরিকাঠামোর তহবিল সংগ্রহের জন্য টোল চার্জ অপরিহার্য হলেও, কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাকে আরও ভোক্তা-বান্ধব করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে নতুন রোড টোল পলিসি ঘোষণা করবে বলেও জানান তিনি। তিনি বলেন, টোল প্লাজাতে লাইনে দাঁড়িয়ে টোল দেয়ার দিন শেষ হয়ে আসছে শীঘ্রই। তবে সরকারের নতুন নীতির ব্যাপারে এখনই আমি কিছু বলছি না। খুব দ্রুত আপনারা বিশদে জানতে পারবেন। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার নতুন নীতি প্রবর্তন করতে চলেছে।

নিতিন গডকড়ি আরও বলেন, মুম্বাই গোয়া জাতীয় সড়ক নির্মাণকার্য আগামী জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে যারা গোয়া বেড়াতে যেতে চান তারাই শুধু নয় সাধারণ যাত্রীদেরও প্রচুর সুবিধা হবে এর ফলে। এছাড়াও কোনও কোনও এলাকার পণ্য ও যাত্রী পরিবহনের ছবিটাই বদলে যাবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, কোনও কোনও এলাকায় জমি অধিগ্রহণ, সেই সংক্রান্ত নানা মামলা মোকদ্দমা, পারিবারিক বিভাগ সমস্ত কিছুর কারণে এই রাস্তা তৈরি করতে এত দেরি হয়ে গেল। কোনও কোনও এলাকায় এই রাস্তা তৈরি করতে গিয়ে যা যা জটিলতা হয়েছে সেগুলো খোলাখুলি বললে লোকে আমাকে মারতে আসবে। যাইহোক এই সড়ক এখন তৈরি হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি দিল্লি জয়পুর সড়ক ও খুব দ্রুত ঠিক করতে।

 

 

About Post Author