Home » শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপর কেন হামলা? হাইকোর্টে বিজেপি

শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপর কেন হামলা? হাইকোর্টে বিজেপি

নাগরাকাটার ঘটনায় হাইকোর্টে গেল বিজেপি। শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপর কেন হামলা? কেন এই ঘটনা তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। এনআইএ তদন্ত চেয়ে মামলা কলকাতা হাই কোর্টে। গেরুয়া শিবিরের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ সাংসদ-বিধায়ককে রক্ষা করেনি, এমনকী অভিযুক্তদের বিরুদ্ধে ২৪ ঘণ্টা পর্যন্ত কোনও এফআইআর হয়নি। এমনকী, যাদের প্রথমে গ্রেফতার করা হয়, তাদের নামও এফআইআর-এ ছিল না ! এই অভিযোগকে হাতিয়ার করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যান বিজেপি নেতৃত্ব। আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়ের মারফত আদালতের অনুমতি চেয়ে মামলা রুজুর আবেদন করা হয়। বিচারপতি ওম নারায়ণ রায় সেই অনুমতি দেন। শুনানি হতে পারে আগামী ১৪ অক্টোবর।

বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটা গত সোমবার রাজনৈতিক সংঘাতের কেন্দ্রেও পরিণত হয়। দুর্যোগ-বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় তাঁদের ওপর। ইটের ঘায়ে রক্তাক্ত হন খগেন। শঙ্করকেও ধাক্কা দিয়ে চড়-ঘুষি মারার চেষ্টা হয়। সাংসদের চোখের নীচের হাড় ভেঙে যায়, শঙ্কর ঘোষও গুরুতর জখম হন। একজন উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যজন দু’দিন পর ছাড়া পেলেও বিশ্রামে থাকার পরামর্শ পেয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বাংলা। তেড়েফুঁড়ে ওঠে বিজেপি।

পুলিশ জানিয়েছে, বুধবার প্রথম দুজনকে গ্রেফতার করা হয়, সাহানুর আলম ও তোফায়েল হোসেন। তাঁদের নাম FIR-এ ছিল না। বৃহস্পতিবার ধরা পড়ে আরও দুজন, একরামূল হক ও গোবিন্দ শর্মা। এঁদের নাম FIR-এ আছে কিনা, তা নিয়েও ধোঁয়াশা। এভাবে গ্রেফতারির সংখ্যা বাড়ছে। পুলিশের দাবি, দ্রুত সব অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই ঘটেছে হামলা, অথচ তারা নিষ্ক্রিয় থেকেছে। এমনকী, FIR-এ অভিযুক্তদের নাম না-থাকা, দেরিতে পদক্ষেপ, সব মিলিয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়েই উঠছে প্রশ্ন। গেরুয়া শিবিরের বক্তব্য, যাঁদের ওপর হামলা হয়েছে তাঁরা জনপ্রতিনিধি। তাঁদের সুরক্ষা কি নেই? এত বড় ঘটনায় যদি পুলিশই নিষ্ক্রিয় থাকে, তাহলে সাধারণ মানুষ বিচার পাবে কোথায়? সেই কারণেই এনআইএ তদন্তের দাবি উঠেছে বিজেপির তরফে।

About Post Author