সময় কলকাতা ডেস্ক : এক মহিলার মুখ পোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরার কুমড়া পঞ্চায়েতের সোনাকানিয়া দর্জি পাড়া এলাকায়। মুখে অ্যাসিড মেরে খুনের অভিযোগ উঠেছে। এদিন দুপুরে হঠাৎ খাল পাড় এলাকা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় চাষীরা কাছে গিয়ে দেখেন এক মহিলার মৃত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি স্থানীয় গ্রামবাসীরা খবর দেয় হাবরা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় কিছু মানুষ মদ্যপান করে রাতে পুলিশের কোনো পাহারার ব্যবস্থা ও নেই, তাই নিরাপত্তাহীনতায় ভুগছে ওই এলাকার বাসিন্দারা। তবে এই মহিলার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।
গ্রামবাসীদের অভিযোগ, হয়তো কেউ বা কারা মদ্যপ অবস্থায় ওই মহিলাকে ধর্ষণ করে অ্যাসিড দিয়ে খুন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবরা থানা পুলিশ, পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করার সময় বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন এই এলাকায় অসামাজিক কাজকর্ম হয়ে থাকে। এই মহিলা ভিক্ষা করে জীবন যাপন করত। স্থানীয়দের আরও অভিযোগ পুলিশের সঠিক পাহারা থাকলে হয়তো এই মৃত্যু আটকানো যেত। দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম তসলিমা বিবি (৫৯)।তার একটি ছেলেও রয়েছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও কিনারা করতে পারেনি পুলিশ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু