Home » প্রযুক্তিগত ত্রুটি, লক্ষীর ভান্ডারের পর বার্ধক্য ভাতা পেলেন না ষাটোর্ধ্ব বৃদ্ধা

প্রযুক্তিগত ত্রুটি, লক্ষীর ভান্ডারের পর বার্ধক্য ভাতা পেলেন না ষাটোর্ধ্ব বৃদ্ধা

সময় কলকাতা ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী অর্থনৈতিক প্রকল্পের আর্থিক সাহায্য পাওয়া নিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের নাম। বসিরহাট মহকুমার বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ষাটোর্ধ্ব বৃদ্ধা সবিতা পাল দুয়ারে সরকারের মাধ‍্যমে বার্ধক্য ভাতার জন‍্য আবেদন করেছিলেন। কিন্তু তার ব‍্যাঙ্কের অ্যাকাউন্টে ভাতার অর্থ পৌঁছোয়নি। আবার অন‍্যদিকে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সদস‍্য ৩৪ বছর বয়সী আব্দুল সাদেক সরদারের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পৌঁছে যায়।

এক সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “তার ২০১৮ সালে তৈরি একটি অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতার টাকা পৌঁছেছে বলে আমি শুনলাম। কিন্তু আমি এখনো ব‍্যাঙ্কের পাসবুক আপডেট করিনি। আমি স্থানীয় বিডিওকে লিখিত জানিয়েছি, যাতে এই ভাতার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়া অবিলম্বে বন্ধ হয়।আমার মনে হয়,  প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।”

দরিদ্র বৃদ্ধা সবিতা পাল তেঁতুলিয়া-মছলন্দপুর রোডে বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামের জলের বড় পাইপের মধ‍্যে বসবাস করেন। তিনি জানান,”আমি এই বৃদ্ধ বয়সে দুয়ারে সরকারে বার্ধক্য ভাতার জন‍্য আবেদন করেছিলাম।কিন্তু আমার অ্যাকাউন্টে কোন টাকা ঢোকেনি। আমি বিডিওকে জানিয়েছি, যাতে আমার এই অসহায় অবস্থা থেকে মুক্তি পাই।”

পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন, “একটি ক্ষয়িষ্ণু বিরোধী শক্তি সরকারের এই দুয়ারে সরকারের মতো এই জনমুখী প্রকল্পকে কালিমালিপ্ত করবার উদ্দেশ্যে এই আসরে নেমেছে। কিন্তু বাংলার মা বোনেরা সরকারের এই প্রকল্পের সুবিধা দারুণভাবে উপভোগ করছেন।”

চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী খাতুন বলেন,”আমরা পুরো বিষয়টা বিডিও সাহেবকে জানিয়েছি। তিনি আমাদেরকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

অসহায় সবিতা পাল এখনো তার ঝাপসা দুচোখে আশার আলো দেখছেন, তিনি পাবেন বার্ধক্য ভাতার টাকা।স্থানীয়রা বলছেন, একজন বৃদ্ধা তিনি চোখে ভালো ভাবে দেখতে পাননা তার থাকার জায়গাটুকুও নেই একটি হোজ পাইপের মধ্যে বাস করেন।জনপ্রতিনিধিরা রাজনীতির ঊর্ধ্বে উঠে অবিলম্বে তার একটি উপযুক্ত বাসস্থান ও তার সরকারী সমস্ত রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করুক।

 

About Post Author