Home » নিখোঁজের চারদিন পর শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার শিশু কন্যার মৃতদেহ

নিখোঁজের চারদিন পর শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার শিশু কন্যার মৃতদেহ

সময় কলকাতা ডেস্কঃ নিখোঁজ হওয়ার চারদিন পরে বাড়ির শৌচালয়ের ট্যাঙ্ক থেকে চার মাসের এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের বোচাগাড়ি এলাকায়।

মৃত  সদ্যজাত শিশু কন্যার পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চার মাসের ওই শিশু কন্যাটি।বাড়ির লোকজন অনেক  খোঁজাখুঁজির করেও তাকে খুঁজে পায়নি।শেষে শুক্রবার সন্ধ্যায় বাড়ির শৌচালয়ের ট্যাঙ্কের ভিতর থেকে ওই শিশু কন্যার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। কেউ ওই শিশু কন্যাটিকে নিয়ে গিয়ে শৌচালয়ের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোয়ালপোখর থানার পুলিশ।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,  কি কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author