Home » অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা

অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা

সময় কলকাতা ডেস্ক : ব্যবসার নামকরে অনলাইনে লক্ষাধিক টাকার প্রতারণা।প্রতারণার অভিযোগে, গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার হাবরা থানার জয়গাছির এক বিজেপি নেতা। বিজেপি নেতা সুদীপ্ত কুন্ডু ওরফে বুবুন -এর বিরুদ্ধেই এই প্রতারনার অভিযোগ । ধৃতকে শুক্রবার বারাসাত আদালতে তোলা হয়।ধৃত নেতার বিরুদ্ধে আর কোনও প্রতারণার অভিযোগ রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে খবর,বিজেপি নেতা সুদীপ্ত কুন্ডু ব্যবসার নাম করে অনলাইনে নদীয়ার হাসখালি বগুলা বাসিন্দা মানিক ঘোষের কাছ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার টাকা হাতিয়ে নেয়।প্রতিশ্রুতি মতো জিনিস না দেওয়ায় তিনদিন আগে মানিক ঘোষ  তাঁর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।মানিকবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত সুদীপ্ত কুন্ডুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ।

বিজেপি নেতার দাবি, সামনেই পুরসভা নির্বাচন, তাই তৃণমূল ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে ।আগামী দিনে হয়তো তৃণমূল আরো কিছু অভিযোগ আনবে ।বিজেপি নেতা বলেন, বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে, আদালতেই সব প্রমাণ হয়ে যাবে ।

 

About Post Author