সময় কলকাতা স্পোর্টস ডেস্ক: এবারের যুব বিশ্বকাপ ক্রিকেটে দু হাতে বল করে আলোড়ন ফেলে দিয়েছে নিবেথন রাধাকৃষ্ণাণ।চেন্নাই জাত এই ক্রিকেটার অলরাউন্ডার বাঁহাতি ব্যাটসম্যান।অস্ট্রেলিয়ার যুবদলের হয়ে মূলত ডান হাতে বল করলেও বামাঝেমাঝে বাঁ হাতে বল করে চমকে দিয়েছে উল্টোদিকের ব্যাটসম্যানদের। চমকেছে গোটা ক্রিকেট বিশ্বও।নিবেথন বলছে,ব্যাটসম্যানদের যদি আচমকা হাত বদল করে রিভার্স সুইপ করা যদি আম্পায়ারদের চোখে ঠিক হয় তাহলে তিনিও যখন যেকোনো হাতে বল করবেন।
সিনিয়র দের আন্তর্জাতিক ক্রিকেট না খেলা নিবেথনে মজছে ক্রিকেট বিশ্ব।অথচ অনেকেই হয়তো জানেন না দুহাতে বল করে তামাম বিশ্বকে চমকে দেওয়ার ইতিহাস অনেক পুরোনো। বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন সব্যসাচী বোলার। অর্থাৎ লেফট বা রাইট দুহাতে বল করে ধাঁধা লাগিয়েছেন অনেকেই।ক্রিকেট ইতিহাসে আগেও দুহাতে বল করার পরীক্ষনিরীক্ষা চালিয়েছেন।
দুহাতে বল যারা করতেন তাদের তালিকায় প্রথমেই নাম আসবে পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার হানিফ মহাম্মদের। তিনি ৫৫টি টেস্টে প্রায় চার হাজার রান করলেও উইকেট পেয়েছেন মাত্র ১টি। বল সেভাবে করতেন না।তারমধ্যেই তিনি দুহাতে বল করে অবাক করে দিয়েছেন।
ইংল্যান্ডের তারকা ওপেনার গ্রাহাম গুচ ১১৮ টি টেস্টে ৮৯০০ রান করার পাশাপাশি ২৩ টি টেস্ট উইকেট সহ ৫৯ টি আন্তর্জাতিক উইকেট পেয়েছেন। এক ম্যাচে তিন উইকেট নেওয়ার মত সাফল্যও আন্তর্জাতিক ক্ষেত্রে দেখিয়েছেন দু হাতে বল করে।
নিয়মিত বল করতেন না তবুও আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাওয়া শ্রীলঙ্কার হাসান তিলকরত্নে দু হাতে বল করেছেন। তবে শ্রীলংকার বিস্ময় ক্রিকেটার হিসেবে পরিচিত ২৩ বছর বয়সী কামিন্দু মেন্ডিস স্বল্পসময়ের মধ্যেই দু হাতে বল করে সাড়া ফেলে দিয়েছেন।আন্তর্জাতিক উইকেটে সাফল্যও পাচ্ছেন কামিন্দু।
ভারতে জন্মানো ও বাবা মা দাদার সঙ্গে নিবেথন দশ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেও ভারতেও এই ঘরানা অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছেন বিদর্ভের ২৯ বছরের অক্ষয় কারনেওয়ার। গত পাঁচ বছর ধরেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিকভাবে দুহাতে দিব্যি বল করে চলেছেন অক্ষয় । উইকেটও আসছে।
নিভেথন বা মেন্ডিস ইতিমধ্যেই প্রচুর সাফল্য পাচ্ছে।যদিও নিভেথন সিনিয়র ক্রিকেটে সুযোগ পেলে সাফল্য পাবে কিনা তা সময়ই বলবে। সব্যসাচী হয়ে কখনও বাঁ হাত কখনও ডান হাতে বল করে ভবিষ্যৎ-সময়ে ব্যাটসম্যানদের চমকে দেওয়ার মত নিয়মিতআরও সব্যসাচী বোলার বোলার আসবেন কিনা তাও সময় বলবে।।
More Stories
Mohun Bagan: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে বাদ দেওয়া হল মোহনবাগানকে, কেন?
Women’s T20 World Cup: পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার অঙ্ক এখনও জটিল হরমনপ্রীতদের
Premier League: মার্টিনেজের গ্লাভসে আটকে গেল ইউনাইটে়ড, মাদুয়েকের গোলে মুখরক্ষা চেলসির