সময় কলকাতা ডেস্ক : দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হলেন পানশালার এক কর্মী । পাশাপাশি পানাশালা থেকে মদ ও টাকা লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরূদ্ধে ।বৃহস্পতিবার রাতে হাওড়ার ডোমজুড় এলাকায় জাতীয় সড়কের ধারে একটি পানশালায় দুষ্কৃতীরা এই তাণ্ডব চালায়। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়ায় ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহষ্পতিবার রাত ৯ টা নাগাদ একটি বাইকে চেপে চারজন দুষ্কৃতী পানশালাতে আসে । ওই পানশালা থেকে থেকে মদ ও নগদ টাকা লুটের চেষ্টা করে বলে অভিযোগ । তখনই পানশালার কর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের বচসা বাধে। লুটের চেষ্টায় বাধা দেওয়ায় আচমকাই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র বার করে পানশালার এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ।দুষ্কৃতীদের ছোঁড়া গুলির আঘাতে ওই কর্মী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তারপরেই দুষ্কৃতীরা বাইকে করে এলাকা থেকে চম্পট দেয়।
গুলির শব্দ শুনে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। সহকর্মীদের সহায়তায় আহত পানশালার কর্মীকে চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে নিয়ে যান । এই ঘটনার পর রাতে এলাকায় পুলিসের টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পুলিশি নজরদারি না বাড়লে ফের এই ধরণের ঘটনা আবারও ঘটতেপারে বলে আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ীরা । ওই পানশালার সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ । পুলিশ তদন্ত শুরু করলেও এখনও অধরা দুষ্কৃতীরা।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি