সময় কলকাতা ডেস্কঃ দেশে নিম্নমুখী করোনা গ্রাফ । সেই সঙ্গে অনেকটাই কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা । তবে, দৈনিক মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন । যা আগের দিনের থেকে সামান্য হলেও কম । এদিন দেশের পটিজিটিভ রেট বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ । দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা । তবে, কেরলের দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের । কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি । গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের । এই সংখ্যাটা আগের দিনের থেকে অল্প হলেও বেশি । এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৪ হাজার ৯১ জন ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭ জন । যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ১৯ হাজার কম । পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন ।
More Stories
বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমেই শপথ জয়মাল্য বাগচির, সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৩
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী শিল্পী