সময় কলকাতা ডেস্ক : কলকাতায় ভয়াবহ দুর্ঘটনার কবলে বেসরকারি মিনিবাস। পার্ক সার্কাস থেকে হাওড়াগামী বাসে দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত অন্তত ১০। ডোরিনা ক্রসিংয়ের পাশ বরাবর এলআইসি বিল্ডিং-এর সামনে বাস উল্টে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বার গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি। অন্যদিকে যাত্রীরা জানান,পার্ক সার্কাস থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে দাবি পুলিশের। প্রত্যক্ষদর্শীরা এও বলছেন, হঠাৎ সশব্দে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পৌঁছেছে দমকল বাহিনীও। দ্রুততার সঙ্গে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতায় এরকম পথ দুর্ঘটনা সাম্প্রতিক কালে বিরল।
More Stories
পিসি খুনে ভাইপো গ্রেপ্তার! ২৪ ঘন্টার মধ্যে খুনের কিনারা
চলমান ঐতিহ্য কলকাতার ট্রাম। ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যানকুভার সিটিতে চলবে কলকাতার দুটি ট্রাম!
বাগুইআটির আক্রান্ত প্রোমোটারকে আদালত চত্বরেই প্রাণে মারার হুমকি !