সময় কলকাতা ডেস্কঃ রাতের অন্ধকারে তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন। অভিযোগের তীর অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতার দিকে। ইতিমধ্যেই, খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি নেতাকে।উত্তর ব্যারাকপুর পুরসভার নোয়াপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃত ব্যক্তি প্রাক্তন নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদার। শনিবার রাতে, কয়েকজন দুষ্কৃতী আচমকায় তাকে গুলি করে। এরপর তার মাথায় নির্মম ভাবে আঘাত করে তাকে খুন করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, রাতের বেলা বাড়ি ফিরছিলেন গোপাল মজুমদার। সেই সময় ইছাপুর বাবজি কলোনি এলাকায় কয়েকজন দুষ্কৃতী এসে তার মাথায় আঘাত করে। এরপর তাকে গুলি করে দুষ্কৃতীরা। পরে ফের আবার তার মাথায় সজোরে আঘাত করা হয়। এরপর গোপাল মজুমদার মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তার মৃতদেহকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত তৃণমূল নেতা গোপাল মজুমদারের স্ত্রী শিপ্রা মজুমদার উত্তর ব্যারাকপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্ত্রী কাউন্সিলর হলেও, এলাকায় তারও একটা জোড় রয়েছে বলে, স্থানীয় সূত্রে খবর।
গত কয়েকদিন আগে গোপাল মজুমদার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজয় মুখোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন। তৃণমূলের অভিযোগ, এই বচসার জেরেই বিজয় মুখোপাধ্যায় গোপাল মজুমদারকে খুন করিয়েছে। এবিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, “বিজয় মুখোপাধ্যায় সত্তর বছরের উর্ধ্ব একজন বৃদ্ধ। তিনি ঠিক করে হাঁটতে পারেন না, চোখে দেখতে পান না। হাই ব্লাড সুগারের রোগী। সে কি ভাবে কাউকে খুন করবে।”
পাশাপাশি তিনি এও বলেন, ‘ভোটের টিকিট পাওয়া মানেই তোলাবাজি করার সার্টিফিকেট পাওয়া। তাই তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরর জন্যই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখন জানা যায় নি। তৃণমূলের তরফ থেকে দুষ্কৃতীদের শাস্তির দাবি তোলা হচ্ছে। চড়ছে রাজনৈতিক পারদও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
Trinamool Congress MP resigsn: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যসভার পদ থেকে ইস্তফা তৃণমূূল সাংসদের
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
Kunal Attacks Dev: ‘তুমি চৈতন্যদেব সাজছো..’ কুণালের নিশানায় আবার অভিনেতা-সাংসদ দেব