Home » শান্তনুর সঙ্গে জয়প্রকাশ,রীতেশের সাক্ষাত, জল্পনা

শান্তনুর সঙ্গে জয়প্রকাশ,রীতেশের সাক্ষাত, জল্পনা

সময় কলকাতা ডেস্ক: বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। শান্তনু ঠাকুর দলে কোনঠাসা হয়ে পড়ার সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।যা ভালোভাবে মেনে নিতে পারেন নি রাজ্য বিজেপি নেতাদের একাংশ। তারপরেই তাঁর বিরুদ্ধে গুটি সাজাতে শুরু করেন বঙ্গবিজেপি নেতাদের একাংশ। দল বিরোধী আচরনের অভিযোগ এনে শোকজ করা হয় দুই রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তেওয়ারিকে। তাঁর সঙ্গে দেখা করলে দল কতজনকে শোকজ করবে বলে প্রশ্ন তুলে পরোক্ষে  কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাই দলের বিক্ষুব্ধ এই নেতাকে পাশে পেতে শনিবার সন্ধ্যায় ফের শান্তনু ঠাকুরের বাড়িতে প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদার বৈঠক করেন।

বৈঠকের পর শান্তনু ঠাকুরের বাড়ি থেকে বেরোনোর সময় জয়প্রকাশ মজুমদার বলেন, ‘মন্ত্রী দিল্লি চলে যাবেন। তাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই বাড়িতে এসেছিলাম। এর সঙ্গে শোকজের কোনও ব্যপার নেই। ওই ব্যপারে কোনও আলোচনাও হয়নি।’ অন্যদিকে বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি রিতেশ তেওয়ারি। তবে বিজেপি সূত্রে খবর দিল্লিতে লোকসভার অধিবেশনে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন শান্তনু। তিনি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও রাজ্যের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে কথা বলতে পারেন।স্বাভাবিকভাবেই জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করার ঘটনা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

About Post Author