সময় কলকাতা ডেস্কঃ কবীর সুমনের ভাইরাল কল রেকর্ডিং ঘিরে ক্রমশ উত্তেজনা বাড়ছে। প্রকাশ্যে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে সরব বিজেপি কর্মীরা। শনিবার রাতে, ঠাকুরনগরে কবীর সুমনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। ঠাকুরনগর বাজারে নেতাজি মূর্তির পাদদেশে বিজেপির পতাকা হাতে নিয়ে কবীর সুমনের কুশপুতুল দাহ করেন তারা।
সম্প্রতি, চর্চার শিরোনামে উঠে এসেছে কবীর সুমনের নাম । বিভিন্ন সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তার কল রের্কডিং। সেই কল রের্কডিং-এ তিনি একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করেন। সামাজিক মাধ্যমে সেই অডিও রেকর্ডিং ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কেন্দ্রের দেওয়া পদ্মশ্রী ফেরানোর পর, এই বিষয়ে একাধিক বার মুখ খোলেন কবীর সুমন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সন্মান দিয়ে অপমান করা হচ্ছে দাবি করে সামাজিক মাধ্যমে পোস্টও করেন তিনি। এ বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাংবাদিক তার প্রতিক্রিয়া নিতে তাকে ফোন করলে অকথ্য ভাষায় গালাগালি করেন তিনি। এই নিয়ে চারিদিকে প্রতিবাদের ঝড় ওঠে। কলকাতা বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ঠাকুরনগরের বিজেপি কর্মীরা। একজন বিজেপি কর্মী মলয় মণ্ডল কটাক্ষ করে বলেন, ”কবীর সুমন বিভিন্ন সময় ধর্ম পরিবর্তন করেছেন শুধু বিভিন্ন নারীদের স্বাদ পাওয়ার জন্য। অতি পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এতটাই নোংরা জায়গায় পৌঁছেছে যে আমারা ভাষাবোধ হারিয়ে ফেলছি। কবীর সুমন যে অকথ্য ভাষায় একজন বাঙালি সাংবাদিককে গালিগালাজ করেছেন, আমরা বাঙালি হিসাবে তার ধিক্কার জানিয়ে আজ কবীর সুমনের কুশপুতুল পোড়ালাম।”
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর