সময় কলকাতা ডেস্ক: বাবাকে ফোনে জানিয়ে মরণ ঝাঁপ মডেলের। শনিবার রাতে বাবাকে ফোন করে বলেছিলেন ‘নিজেকে শেষ করে দিচ্ছি’ বলে জানান মডেল গুনগুন উপাধ্যায়। আর তার পরেই যোধপুরের হোটেল লর্ডস ইন ছ’তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেন যোধপুরের মডেল গুনগুন । গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ছতলার ঝপর থেকে ঝাঁপ দেওয়ায় মডেলের পায়ের ও বুকের হাঁড় ভেঙে গিয়েছে । অনেক রক্তক্ষরণও হয়েছে ।

পুলিস ও মডেলের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতেই উদয়পুর থেকে যোধপুরে ফেরেন গুনগুন উপাধ্যায় । রাতে তিনি যোধপুরের হোটেল লর্ডস ইনে ওঠেন। রাতে ঝাঁপ দেওয়ার আগে গুনগুন তাঁর বাবাকে ফোন করে বলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন । মেয়ের এই কথা শোনা মাত্রই মডেলের বাবা গণেশ উপাধ্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন । পুলিশ লোকেশন ট্র্যাক করে গুনগুনের লোকেশনে পৌছায় । কিন্তু পুলিশ পৌঁছানর আগেই ছ’তলার উপর থেকে ঝাঁপ দেন গুনগুন ।তবে ঠিক কি কারণে এমন পদক্ষেপ করলেন যোধপুরের মডেল তা এখনও জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে গুনগুন কথা বলার মতো অবস্থায় নেই । তাই জ্ঞান ফেরার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ।


More Stories
সৌম্যদীপ সরকার : বলিউডে অরিজিৎ সিংয়ের পরে আরও এক বাঙালি গায়কের উত্থানের রূপকথা
২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল
অপর্ণা সেন : আশিতে এসেও ষোলোর মৃন্ময়ী