সময় কলকাতা ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পাত্রের বিরুদ্ধে।নিজেকে কলেজের প্রফেসর পরিচয় দিয়ে ধাপে ধাপে পাত্রীর বাড়ি থেকে ৬ লক্ষ ৬০ হাজার হাতিয়ে নেন হবু বর সুমন মজুমদার।প্রতারণার বিষয় বুঝতে পেরেই পাত্রীর পরিবার আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা জানাজানি হতেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রতারিত পাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে তাঁদের পরিবারের তরফে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মহিলা স্বাস্থ্য কর্মী মেয়ের জন্য পাত্রচাই বলে বিজ্ঞাপন দেন। তারপরেই মোবাইল মারফত প্রফেসর পরিচয় দিয়ে সুমন মজুমদার তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করেন । সেই সময় তাদের বিয়েও ঠিক হয় । বিয়ের আসবাবপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে ৬ লক্ষ ৬০ হাজার টাকা নেয় হবু বর।তারপর থেকেই বারবার হবুবর নানা অজুহাতে বিয়ের দিন পরিবর্তন করতে থাকে।শেষমেষ ২রা ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য হয় ।কিন্তু মোবাইলে কোন যোগাযোগ না হওয়ার কারণে বিয়ের দিন হবু বরের খোঁজে পাত্রী ও তার বাড়ির লোক উপস্থিত হন মালদা শহরে । পাত্রের ছবি নিয়ে মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় হন্যে হয়ে খুঁজেও তারা হবু বরের কোন খোজ পাননি । বিয়ের দিন বরের খোঁজ না পেয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে পাত্রী আবার ফিরে যান নিজের বাড়ি । তার আগেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা