Home » ‘দূষিত গঙ্গার জলে’ পবিত্র হল, লাল আবিরে মাখানো নেতার ছবি

‘দূষিত গঙ্গার জলে’ পবিত্র হল, লাল আবিরে মাখানো নেতার ছবি

সময় কলকাতা ডেস্কঃ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর ফ্লেক্সে লাল আবির মাখানোর অভিযোগ।অভিযুক্ত এসএফআই কর্মী আকাশ করের নামে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে চৌরঙ্গী মোড়ে স্থানীয় বাম ছাত্র সংগঠন একটি মিছিল করে। সেখানে চলে আবির খেলাও। এরমাঝেই, ছাত্রনেতা আকাশ করকে রাস্তার পাশে থাকা স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর ফ্লেক্সে আবির মাখাতে দেখা যায়। নারায়ণ গোস্বামীর সেই ফ্লেক্স দুধ, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা।তারা বলেন, তাদের বিধায়কের ছবি অপবিত্র হাত দিয়ে ছোঁয়া হয়েছে। তাই তারা গঙ্গার জল দিয়ে তা ধুয়ে দিলেন। এরপরই শুরু হয়ে রাজনৈতিক বির্তক।

ঘটনার সূত্রপাত, রাজ্যে সরকারের তরফে পুনরায় স্কুল-কলেজ চালু করাকে কেন্দ্র করে। কোভিডের জেরে গত দুবছর স্কুল কলেজ বন্ধ ছিল। মাঝে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বাড়তি করোনা সংক্রমণের জন্য ফের তা বন্ধ করে দেওয়া হয় । শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পুনরায় চালু করার দাবিতে রাজ্যের বিভিন্ন এলাকায় বাম ছাত্রসংগঠনকে লাগাতার বিক্ষোভ করতে দেখা যায়।অবেশেষে রাজ্যে সরকারের তরফ থেকে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলি চালু হবে বলে জানানো হয়।

এরপরই, চারিদিকে বিজয় মিছিল শুরু করে বাম ছাত্র সংগঠন। সঙ্গে রাস্তায় রাস্তায় আবিরও খেলে তারা। যদিও এটি যে এসএফআইয়ের জয়, তা মানতে নারাজ ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় রাহা। তিনি বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে করোনার প্রকোপ একটু কমলেই স্কুল কলেজ পুনরায় খোলা হবে।” পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, “পুরসভা ভোটের আগে এলাকা উত্তপ্ত করার জন্যই বাম ছাত্র সংগঠন এমন ঘৃণ্য কাজ করছে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে রাজনীতি করি। আমারা বদলা নয় বদল চাই।”

ইতিমধ্যেই স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পাশাপাশি, স্থানীয় তৃণমূল যুবনেতা প্রদীপ সিং ও ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় রাহার নেতৃত্বে চৌরঙ্গী মোড় এলাকায় বিধায়ক নারায়ণ গোস্বামীর ফ্লেক্স দুধ ও গঙ্গা জল দিয়ে ধোয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, “যে নোংরা হাত দিয়ে বিধায়কের ফ্লেক্স ছুঁয়েছে  বিরোধীদল, সেই অপবিত্র স্পর্শ ধুতেই এই সিদ্ধান্ত।“

About Post Author