সময় কলকাতা ডেস্ক : এবার শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভিকি। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে একটি ছবি করতে চলেছেন কিং খান। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে ভিকিকে। আসলে রাজকুমার হিরানির ছবিতে সবসময় একটি বিশেষ চরিত্র থাকে, যা গোটা ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন, মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজিতে জিমি শেরগিল, পিকে ছবিতে সুশান্ত সিং রাজপুত।
উল্লেখ্য, এর আগেও হিরানির ‘সঞ্জু’ ছবিতে ভিকিকে দেখা গিয়েছিল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই চরিত্রটিও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার ফের ভিকির জন্য অন্য একটি চরিত্র ঠিক করে ফেলেছেন রাজকুমার হিরানি।
শাহরুখের আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ভিকিকে। যদিও এ বিষয়ে এখনও আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি।
বলিউডে পা রেখেই সাফল্যের সিঁড়ি ভাঙতে শুরু করেছেন ভিকি কৌশল। ক্যাটরিনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর তরতর করে এগুচ্ছে তার ভাগ্যের চাকা। ইতিমধ্যেই কয়েকটি নতুন ছবির ঘোষনা করে ফেলেছেন ভিকি।
এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যেতে পারে তাপসী পন্নুকে। জানা গেছে, পাঠান ছবির কাজ শেষ করে এই ছবির শুটিং শুরু করবেন বাদশা। চলতি বছর বেশ ব্যস্ততায় কাটবে বাদশার। পাঠান ছাড়াও দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবি রয়েছে তাঁর হাতে। অনেকদিন ধরেই পড়ে রয়েছে সেই ছবির শুটিং।
More Stories
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু
শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক