সময় কলকাতা ডেস্ক: সীমান্ত এলাকায় পুলিশ ও সামান্তরক্ষী বাহিনীর নজর এড়াতে বারবার অভিনব পন্থা অবলম্বন করে পাচারকারীরা। এবার ভারত ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্তে অভিনব কায়দায় বাংলাদেশী টাকা পাচারের সময় সাইকেল সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ।শনিবার ত্রিপুরা সীমান্তে চেকপোষ্টে নজরদারির সময় অভিনব কায়দায় টাকা পাচারের বিষয়টি বিএসএফের নজরে আসে। ধৃতের কাছ খেকে ৯ লক্ষ ৯৭ হাজার টাকার বাংলাদেশের নোট উদ্ধার করে।দেখুন কীভাবে সাইকেলের টায়ারের ভেতরে পাচার হচ্ছে টাকা।
গোপনসূত্রে বিএসএফের কাছে খবর আসে, তাদের নজর এড়াতে পাচারকারীরা টাকা পাচারে একটি অভিনব পন্থা অবলম্বল করছে। এই নতুন পন্থায় সহজেই পশ্চিমবঙ্গ দিয়ে ত্রিপুরাতে বাংলাদেশী টাকা পাচার করছে।এই কাজে মূলত সাইকেল ব্যবহার করা হচ্ছে। তাই শনিবার সীমান্ত এলাকা দিয়ে পার হওয়া সাইকেলগুলির উপর বাড়তি নজরদারি শুরু করে বিএসএফ। সাইকেলের টায়ার খুলে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েকটি সাইকেলে তল্লাশি চালানোর পরেই সাফল্য পায় সীমান্তরক্ষাবাহিনীর সদস্যরা।
More Stories
US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম
কিডনির সমস্যায় ভুক্তভোগী? রোজের ডায়েটে রাখুন ধন্বন্তরি এই ৫ খাবার
Vinesh Phogat and Bajrang Punia join Congress: কংগ্রেসে বিনেশ-বজরং, রাহুলের সঙ্গে সাক্ষাত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন হাত চিহ্নে