সময় কলকাতা ডেস্ক :রহে না রহে হাম বা তু যাহা যাহা চলেগা , মেরা সায়া সাথ হোগা : এরকমই তাঁর গাওয়া কতশত গানের কলি থেকে যাবে।থেকে যাবে অজস্র ভাষায় অজস্র গান।অমর থেকে যাবেন তিনি।চোখের সামনে তিনি থাকবেন না তবুও থাকবেন আমাদের হৃদয়ে।
লতা মঙ্গেশকার চলে গেলেন। অপরিসীম শূন্যতা সৃষ্টি করে না ফেরার দেশে পাড়ি দিলেন গানের সম্রাজ্ঞী।
৯২ বছর বয়সে তিনি পাড়ি দিলেন অমর্ত্যলোকে। ২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্ম। ইন্দোরে জন্ম, মৃত্যু হল মুম্বাইয়ে। কোভিড নিয়ে প্রায় একমাস আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার চরম অবনতি হয় পরশুদিন। ভেন্টিলেশনে চলছিল যমে মানুষে যুদ্ধ।অবশেষে অবসান হল একটি যুগের।
রবিবার সকাল মন খারাপ করে দিয়ে গেল আসমুদ্র হিমাচল ভারতবাসীর।।
More Stories
US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম
কিডনির সমস্যায় ভুক্তভোগী? রোজের ডায়েটে রাখুন ধন্বন্তরি এই ৫ খাবার
Vinesh Phogat and Bajrang Punia join Congress: কংগ্রেসে বিনেশ-বজরং, রাহুলের সঙ্গে সাক্ষাত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন হাত চিহ্নে