Home » মুখ্যমন্ত্রী বিজেপির হয়ে কাজ করেন, বেহাল হাওড়া পুর পরিষেবা নিয়ে কটাক্ষ কংগ্রেসের

মুখ্যমন্ত্রী বিজেপির হয়ে কাজ করেন, বেহাল হাওড়া পুর পরিষেবা নিয়ে কটাক্ষ কংগ্রেসের

সময় কলকাতা ডেস্কঃ বেহাল হাওড়ার পুর পরিষেবা।  অবস্থান বিক্ষোভে নামল জেলা কংগ্রেস। হাওড়া পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবির পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা পুনর্গঠনের দাবি ও পর্যাপ্ত পরিমাণ পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে মঙ্গলবার, বিক্ষোভ দেখায় হাওড়া জেলা কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ এই এলাকার রাস্তার বেহাল দশা। ফলে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে এলাকাবাসী।রাস্তা খারাপের পাশাপাশি, রাত্রে রাস্তায় চলাফেরার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই বলেই দাবি তাদের। 

 

বিক্ষোভে এসে হাওড়া কংগ্রেসের জেলা সভাপতি পলাশ ভান্ডারী তৃণমুলকে কটাক্ষ করে বলেন, “ তৃণমূল কংগ্রেস দাবি করে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। অথচ এই ৪৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন এসে থমকে দাঁড়িয়ে গেছে।“ পাশপাশি কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আনা হয়, এলাকায় পরিশুদ্ধ পানীয় জল সরবারহের কোন ব্যবস্থা নেই। বাসিন্দাদের জন্য কয়েকটি ট্যাংক বসানো হলেও পর্যাপ্ত জল পায় না এলাকার বাসিন্দারা । তারা আরো অভিযোগ করে বলেন, শুধু জল সরবরাহ নয়, নিকাশি ব্যবস্থার হালও খুবই খারাপ।ফলে রাস্তার দু পাশে নোংরা জল জমে থাকে। যার জেরে প্রাত্যহিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের।  জেলা সভাপতি পলাশ ভান্ডারী এদিন শুধু পানীয় জল, রাস্তায় আলোর অব্যবস্থার অভিযোগের পাশাপাশি  তিনি বলেন, “শুধু নামেই এটা পুরনিগম ভুক্ত এলাকা।দীর্ঘ তিন বছর ধরে হাওড়া পুরনিগমের নির্বাচন করেনি শাসকদল। অথচ তৃণমূল নেত্রী দেশের অন্যান্য রাজ্যে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন। আসলে তিনি বিজেপির হয়েই কাজ করছেন।“কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, সাধারণ মানুষের হিতের কথা চিন্তা করেই এদিন তারা বিক্ষোভে নামেন। মানুষের দাবিকে সকলের সামনে তুলে ধরতে এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী ছাড়াও আমতা বিধানসভার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি এদিন ৫০ জন নতুন সদস্য কংগ্রেসে যোগদানও করেন।

About Post Author