Home » একাধিক ইস্যুতে কর্মী বিক্ষোভ কলকাতা পুরসভায়

একাধিক ইস্যুতে কর্মী বিক্ষোভ কলকাতা পুরসভায়

সময় কলকাতাঃ কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ। অবিলম্বে কর্মীদের বন্ধ পেনশন চালু করার দাবির পাশাপাশি কলকাতা পুরসভার বর্তমানে যারা কর্মী রয়েছেন এবং অবসরপ্রাপ্ত কর্মীদেরও স্বাস্থ্য বীমা সহ একাধিক ইস্যুতে বুধবার পুরসভায় জমায়েত করেন জয়েন ফোরামের কর্মীরা।

এদিন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এর কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেবেন বলে আগেই জানিয়েছিলেন তারা। কিন্তু মেয়র পুরসভায় উপস্থিত না থাকার কারণে তাদের সেই কর্মসূচি যথাসময়ে সম্পন্ন হয়নি। এর পরই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। জয়েন ফোরাম এর বহু কর্মীরাই এদিন মিছিলে অংশগ্রহণ করেন।

তারা জানান, অবিলম্বে তাদের দাবি না মানলে আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলনের পথে নামবে তারা। বছরের পর বছর ধরে কলকাতা পুরসভার বাসিন্দাদের জন্য তারা পরিষেবা দিয়ে গিয়েছেন। অথচ তারা অবসর নেওয়ার পরেও তাদের প্রাপ্য পেনশন দিতে পারছে না কলকাতা পুরসভা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে কলকাতা পুরসভার ৫০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এর জন্য গচ্ছিত রাখা হয়েছিল, সেই টাকার কোথায় গেল। এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা এখনো পর্যন্ত পুরসভার অনেকেই পাননি বলেও অভিযোগ করেন কলকাতা পুরসভার কর্মীরা।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, ‘কর্মীদের কাছে আমি ঋণী, দ্রুত এই সমস্যা মিটিয়ে দেওয়া হবে।’

About Post Author