সময় কলকাতাঃ ‘মন ফাগুন’ সিরিয়ালের সেটে এবার নতুন অতিথি। ছোট পর্দায় ফিরছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ভ্যালেন্টাইন’স ডের পার্টিতে সুপারস্টারের সঙ্গে নাচতে দেখা যাবে সিরিয়ালের নায়িকা পিহুকে।
বলাই বাহুল্য, ‘মন ফাগুন’ সিরিয়ালে ঋষি-পিহুর এবার প্রথম ভ্যালেন্টাইন’স ডে। সেই কারণেই হচ্ছে স্পেশ্যাল পার্টি।সেখানেই বিশেষ অতিথি হিসেবে আসছেন অঙ্কুশ। সিরিয়ালের গল্প অনুযায়ী ভালবাসার এই দিনটিকে ঋষির জন্য স্পেশ্যাল করে তুলতে চায় পিহু। তাই বিশেষ পার্টির আয়োজন করে সে। এদিকে প্রিয়াঙ্কা পালটা চ্যালেঞ্জ করে জানায় ভ্যালেন্টাইন’স ডে’র দিনেই ঋষির সঙ্গে সে বাগদান সারবে। এমন পরিস্থিতিতেই অঙ্কুশ এন্ট্রি নেবেন।
শুধু অঙ্কুশ নন, বিশেষ এই এপিসোডে দেখা যাবে শোভন, লগ্নজিতা ও দেবলীনাকে । নাচে-গানে ভরপুর এক ঘণ্টার এপিসোড দেখতে পাবেন দর্শকরা। বড়পর্দায় নিজের স্বকীয়তা বজায় রেখেছেন অঙ্কুশ। পাশাপাশি ছোট পর্দাতেও একাধিক বার দেখা গেছে তাকে। জি বাংলার রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স -এর মঞ্চে অভিনেতা বিক্রমের সঙ্গে জুটি বেঁধে সঞ্চালনা করতেও দেখা গেছে অভিনেতা অঙ্কুশকে। তাদের এই যুগল দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। এবার স্টার জলসা -র ধারাবাহিক ‘মন ফাগুন’ -এর সেট মাতাবেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?