সময় কলকাতা ডেস্কঃ অপর্না দাস, বীরভূমের সিউড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী হয়ে ছিলেন। অপর্না দাসের দাবি তিনি বরাবরের জন্য তৃণমুল কংগ্রেসের কর্মী ছিলেন।শুধুমাত্র বিধানসভা ভোটের আগে তৃণমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে ছিলেন। বিধানসভায় ধরাশায়ী বিজেপি পুর নির্বাচনে প্রার্থী না পেয়ে তাঁকে ১৬ নং ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য বিপুল প্রলোভন দেখায় বলে তাঁর দাবি। বিজেপি প্রার্থী করার জন্য অপর্না দাস কে ৭ লাখ টাকা ও একটি পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় বলে দাবি অপর্না দাসের। আর এই প্রতিশ্রুতি পেয়েই অপর্না দাস এবারের পুরভোটে বীরভূম জেলার সিউড়ি পুরসভার ১৬ নং ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেন। কিন্তু বৃহস্পতিবার রাতে প্রার্থী অপর্না দাস সটান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।এদিন তিনি সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে তৃণমুল কংগ্রেসের পতাকা নিয়ে বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে অপর্না দাস জানান , তাঁকে টাকা এবং বাড়ির প্রলোভন দেখিয়ে ছিল বিজেপির জেলা নেতৃত্ব। তাই তিনি মনোনয়ন পত্রে সই করে দিয়েছিলেন বিজেপির প্রার্থী হওয়ার জন্য। কিন্তু মনোময়ন পত্র জমা দেওয়ার পর তিনি তার ভুল বুঝতে পারেন। তাঁর দাবি বিজেপি তাঁকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এটা মনোনয়ন পত্র জমা দিয়েই বুঝতে পারেন। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী অপর্না দাসকে ঘরে ফিরিয়ে নিয়ে জানান জেলায় বিজেপি প্রার্থী খুঁজে না পেয়ে নানান জনকে নানান প্রতিশ্রুতি দিয়ে প্রার্থী করছে। আর অপর্না তো তাদের ঘরের মেয়ে।তাই তাঁকে বিপথে যাওয়া থেকে বাঁচিয়ে ঘরের মেয়েকে ঘরে ফেরালেন তিনি।বিজেপির প্রার্থীর দল ছেড়ে যাওয়া, বাড়ি ও টাকার প্রলোভনের প্রতিশ্রুতি নিয়ে এখন সরগরম বীরভূম জেলা রাজনীতি।এই জেলার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, শুধু অপর্না দাস নন, এর পাশাপাশি আমরা আরও ছ’জন বিজেপি প্রার্থীর সঙ্গে কোনরকম যোগাযোগ করতে পারছি না। বিজেপি নেতা ধ্রুব সাহার দাবি এর পর শোনা যাবে তারাও হয়তো তৃণমূলে যোগদান করছেন। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস তাদের মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীদের নিজেদের দলে যোগদান করাচ্ছে। তাদের দিয়ে মিথ্যা বলাচ্ছে বিজেপির বদনাম করতে। এই কাজ করিয়ে সাময়িক লাভ হতে পারে শাসকের। তারপরেও বিজেপি বীরভূমে লড়াইয়ের ময়দান আঁকড়ে থেকে পুরভোটে লড়বে। দাবী বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার।
More Stories
Governor CV Anand Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল বোস
টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে দুষ্কৃতী হামলা, উচ্চ আদালতে মামলার আর্জি তৃণমূলের বিরুদ্ধে
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির