সময় কলকাতা ডেস্ক: প্রকাশ্য দিবালোকে বনদপ্তরের অনুমতি ছাড়াই কেটে সাফ হচ্ছে আমবাগান।এছবি মালদহের হরিশ্চন্দ্রপুরে বারোডাঙ্গা গ্রামের। আমবাগান কেটে সাফ করার অভিযোগ কংগ্রেস জেলা পরিষদ সদস্যর বিরুদ্ধে,। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গ্রামে হাজির হন বনদপ্তরের আধিকারিকরা। তবে বনদপ্তরের আধিকারিকরা গ্রামে পৌঁছানোর আগেই কাটা পড়েছে আমের মুকুলে ভরে ওঠা বেশ কয়েকটি গাছ।তাঁরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন। গ্রামবাসীদের অভিযোগ, বারোডাঙ্গা গ্রামে একটি পুরনো আমবাগান কেটে সাফ করে দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারডাঙ্গা গ্রামে মালদা জেলা পরিষদ সদস্য তথা কংগ্রেস নেতা আনেসুর রহমানের একটি আম বাগান রয়েছে। ওই আমবাগানের একটা অংশ তিনি বিক্রি করেছেন।সেই বাগানেই চলছে গাছ কাটার কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তরের অনুমতি ছাড়াই আম বাগানের গাছগুলি প্রকাশ্য কাটা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ।
বনদপ্তর আধিকারিকরা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সাহায্য নিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।বন দপ্তর আধিকারিক জানান আমরা এলাকায় আজ পরিদর্শন করলাম। বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছিল,আপাতত গাছ কাটা বন্ধ করে বনদপ্তর।
অবৈধভাবে গাছ কাটা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতৃত্বের দাবি, এই পেছনে কংগ্রেসের জেলা পরিষদ সদস্যর হাত রয়েছে। তারা এ বিষয়ে বনমন্ত্রীকে অভিযোগ জানাবেন। এলাকার কংগ্রেস নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে স্থানীয় কংগ্রেস নেতা জানান, দলের কেউ বেআইনি কাজ করে থাকলে দল তার পাশে থাকবে না। আইন আইনের মতোই ব্যবস্থা নেবে।যদিও ওই অভিযুক্ত কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আনেসুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত