Home » বৌমা না ভাসুর,কাকে বেছে নেবে পুরবাসী? ময়নাগুড়িতে একই পরিবারে যুযুধান দুই দলের প্রার্থী

বৌমা না ভাসুর,কাকে বেছে নেবে পুরবাসী? ময়নাগুড়িতে একই পরিবারে যুযুধান দুই দলের প্রার্থী

সময় কলকাতা ডেক্সঃ পরিবারতন্ত্র নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। জলপাইগুড়ির ময়নাগুড়িতে পারিবারিক রাজনৈতিক দ্বন্ধ নিয়ে সরগরম জেলার রাজনীতি। পুরভোটে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই ১৭ নম্বর ওয়ার্ডে নজর জেলা বাসীর। ময়নাগুড়িতে এবার ভাসুর বনাম বৌমার লড়াই। ভাবছেন এটা পারিবারিক লড়াই? না, এটা পারিবারিক লড়াই নয়। দাবি বিজেপি প্রার্থী বৌমা আলো দাস সরকারের। ময়নাগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুপ্রিয় দাস।আর তাঁর ভাইয়ের বৌ আলো দাস সরকার কে প্রার্থী করেছে বিজেপি। ময়নাগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ক্ষমতা দখলের লড়াই এখন ভাসুর বনাম বৌমা।ময়নাগুড়ি পুররসভার ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করেছেন ।শুরু হয়েছে প্রচার অভিযানও। এবার পুর নির্বাচনে ভাসুর আর বৌমার পুর ভোটে লড়াই নিয়ে দেখা মিললো এক ভিন্ন চিত্র। ভাসুর বনাম বৌমার লড়াই শুধুমাত্রই রাজনৈতিক লড়াই মাত্র।একই পরিবারের দুই সদস্য তাও আবার ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, কিন্তুু এটি পারিবারিক লড়াই নয় দাবি বৌমা আলো দাস সরকারের। নিছক রাজনৈতিক দর্শনের লড়াই মাত্র। তার দাবি  সবার আগে দেশ, তারপর দল আর সব শেষে পরিবার।তাই এই পুরভোেটের যুদ্ধকে পারিবারিক লড়াই না ভেবে রাজনৈতিক লড়াই হিসাবে দেখুক সকলে সেটাই তিনি চান।তাই ভোট প্রচারে ওয়ার্ডের নিকাশী,পানীয় জলের সমস্যাকে বেশী করে মানুষের কাছে তুলে ধরেছেন তিনি। এই ওয়ার্ডের তৃণমুল কংগ্রেসের প্রার্থী সুপ্রিয় দাসের কথায় বৌমা আর ভাসুরের এই লড়াইয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখবে, তা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই তার ভোটাদের মধ্যে। দাবি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রিয় দাসের।এখন জলপাইগুড়ির ময়নাগুড়িতে চর্চার বিষয় একটাই, ভোটের ময়দানে লড়াইয়ে ভাসুর আর বৌমার টক্কর।তবে  উন্নয়নই এই ওয়ার্ডের প্রধান ইস্যু তা এক বাক্যে স্বীকার  করছেন যুযুধান প্রার্থী বৌমা ও ভাসুর।

About Post Author